নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

একটি অপ্রকাশিত প্রেমপত্র;)B-)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪

প্রিয়ভাষিণী, শোনো এদিকে,



তোমার সাথে একটু কথা ছিল। কিন্তু তোমাকে কি নামে ডাকবো? বনলতা সেন, নাকি সুরঞ্জনা! আসলে কিছুই বুঝতে পারছি না। আসলে আমার মন চাইছে কিছু বলতে। আজ আমি এই মধ্য জুনে তোমাকে চিঠি লিখবো বলেই ঠিক করেছি। মনকে বোঝাচ্ছি যে যা করতে যাচ্ছি একটু পর তা হয়তো শতভাগ সঠিক। অবশ্য আমি এখনই ফলাফল বলতে নারাজ। এমনও হতে পারে এক সর্বনাশা ঢেউ এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেল।



না! না! এ হতে পারে না। আমার কাছে এ শুধুই হয়তো দুঃস্বপ্ন। কোন এক অদৃশ্য হাওয়া যখন আমার গায়ে এসে লাগে তখন কেমন জানি শিহরণ খেলে যায়! মনে হয় তখন আমি আর আমার মাঝে নেই। অবশ্য আমি তুমি আমরা এই ব্যপারটি বুঝে উঠতে কিছুটা সময় নেই। কিংবা সহজ ভাষায় বললে বলা যায় কেউই হয়তো বুঝি না এসব।



মাঝে মাঝে কেন জানি মনে হয় জীবনে সবকিছু অপূর্নই থেকে যাবে। এ অশান্ত পৃথিবীতে একটু খানি তোমার কথা ভেবে শান্তি পেতে চাই। যদিও লোকমুখে শোনা যায় তোমার হৃদয়টা নাকি নীল-দর্পণ এর মত । সহজেই তুমি নাকি মানুষকে কষ্ট দিতে পারো!!



সেদিন তোমাকে দেখলাম তুমি তোমার ছোট পুংটা ভাইটাকে নিয়ে বাজারে যাচ্ছো। কেন জানি তখন মনে হচ্ছিল কোন এক কালোপরী আমার সামনে দিয়ে হেটে যাচ্ছে। আমি কবি নই, আর তাই তো তখনই ২ লাইনের কবিতা তোমার জন্য লেখা হয়ে ওঠেনি।



আমি অতি সাধারণ এক ছেলে। হয়তো, আমাকে তোমার পছন্দ হবে না কোনদিনও। কিন্তু তুমি তো জানই ইদানিং কালের ছেলেগুলো হয় দ্যা বান্দর টাইপের। আমার জায়গায় তারা হলে হয়তো এতদিনে তোমাকে ......



হয়তো আমার প্রেমের এই চিঠিটাকে তোমার পুরাতন স্টাইল বলে মনে হচ্ছে। কিন্তু এ ছাড়া আমার তো আর কোন পথও নেই। ভালবাসা প্রকাশ করার মত কোন নতুন পদ্ধতি আমি শিখি নি। আমি হইলাম বগুড়ার পোলা!



সবকথার শেষ কথা হল আমি তোমাকে ভালবাসি। আর তুমি যদি অপারগ হও তবে আমি আপেল বেচুম সব ছেড়ে ছুড়ে দিয়ে। শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ হতেও আমার আপত্তি নেই। হয়তো কোন এক সকালে দেখবে এক অগ্নিঝরা আগন্তুক হয়ে তোমার কাছে চলে এসেছি ভালবাসা পাবার আশায়।



তোমার কথা ভেবে ভেবে আমি আজ শুঁটকি মাছ এর মত হয়ে গিয়েছি। তুমি আমাকে আজ ভাবতে পারো কপোতাক্ষের তীরে এক অসামাজিক! আমার কোন আপত্তি নেই তাতে।

আজ আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আর তাই তোমাকে আমার বড়ই প্রয়োজন!



মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহ
নিচে বি.দ্র: না দিল্ওে সবাই বোল্ড করা দেখেই বুঝে যাবে ...
পত্র মজার হয়েছে ।

+

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

মাহবু১৫৪ বলেছেন: :P

ধন্যবাদ

২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহ
নিচে বি.দ্র: না দিলেও সবাই বোল্ড করা দেখেই বুঝে যাবে ...
পত্র মজার হয়েছে ।

+

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

মাহবু১৫৪ বলেছেন: ;)

৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫১

আমার মন বলেছেন: আমার মন কই?? খেলমু না! আমার মন ছাড়া চিঠি হয় কেমনে! B:-) :(

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

মাহবু১৫৪ বলেছেন: দিয়েছি তো, লেখায় তখন কিছুটা ভুল ছিল। এবার দেখো

B-)

৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

সীমাবেস্ট বলেছেন: কপোতাক্ষের তীরে এক অসামাজিক- এইডা কে ভাই ? কপোতাক্ষের তীরের কইন্যা আমি জানবার মন চায় । তবে প্রেমপত্র খানা হেবি চালিয়ে যান প্রকাশ করুন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

মাহবু১৫৪ বলেছেন: উনি একজন ব্লগার

খুজে দেখলেই তাকে পাবেন


ধন্যবাদ

৫| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল হয়েছে। উপভোগ্য হয়েছে। :)
তবে সুরঞ্জনা আর আকাশলীনারে নিয়া টানাটানি ঠিক না। :-& সাপের লেজ নিয়ে খেলছেন X( ! ভাল হয়ে যান। :P

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

কেন? তারা কি বাঘ না ভাল্লুক? আমি ডরাই নাকি!! B:-/

ধন্যবাদ

৬| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

নীল-দর্পণ বলেছেন: এত বড় অপবাদ :||

=p~ =p~
+

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭

মাহবু১৫৪ বলেছেন: :P :P

ধন্যবাদ

৭| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মামুন রশিদ বলেছেন: হাহাহা, অপ্রকাশিত প্রেমপত্র প্রকাশ করলে খবর আছে :P

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭

মাহবু১৫৪ বলেছেন: ;) ;)

৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩

প্রিয়ভাষিণী বলেছেন: জলদি পোস্ট এডিট করে একেবারে শুরুতে আমার নাম দিন............
এভাবে -

প্রিয়ভাষিণী, শোনো এদিকে,

তোমার সাথে একটু কথা ছিল। কিন্তু তোমাকে কি নামে ডাকবো? বনলতা সেন, নাকি সুরঞ্জনা! আসলে কিছুই বুঝতে পারছি না। আসলে আমার মন চাইছে কিছু বলতে। আজ আমি এই মধ্য জুনে তোমাকে চিঠি লিখবো বলেই ঠিক করেছি। মনকে বোঝাচ্ছি যে যা করতে যাচ্ছি একটু পর তা হয়তো শতভাগ সঠিক। অবশ্য আমি এখনই ফলাফল বলতে নারাজ। এমনও হতে পারে এক সর্বনাশা ঢেউ এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেল।

B:-/

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

দিয়েছি । B-)) :P

৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৪

প্রিয়ভাষিণী বলেছেন: :!> :#>

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

মাহবু১৫৪ বলেছেন: :) ;)

১০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:০৬

ফারিয়া বলেছেন: হাহাহা, একি চিঠি, ঘটনা কি জানতে ইচ্ছুক জাতি! ;) B-))

২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৫

মাহবু১৫৪ বলেছেন: :#> :#> :P

১১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩১

নীল-দর্পণ বলেছেন: শুরুটা ভাল হইসে :)
শেষটাও যদি শুরুর মতন করে কারো নাম দিতেন....

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

মাহবু১৫৪ বলেছেন: শেষে কার নাম দিবো সেটা বুঝতে পারছিলাম না । :(

১২| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০০

অদৃশ্য বলেছেন:





লিখাটি আগেই দেখেছিলাম... ভাবলাম পরে গিয়ে পড়বো... চমৎকার হয়েছে লিখাটি, আর একটু সময় দিলে আরও অনেককেই এ্যাড করতে পারতেন...

খুবই মজা পেলাম...
শুভকামনা...

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

মাহবু১৫৪ বলেছেন: আমারো ইচ্ছে ছিল আরো কিছু যুক্ত করার। কিন্তু খুব কম সময় নিয়ে লিখেছিলাম। আর মনেও আসছিল না ঠিকমত। :(

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য

১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪

জুন বলেছেন: আমার নামটা প্রথমদিন দেখেছিলাম বোল্ড, এখন চিকন চাকন /:)
বিশেষ কারনে তখন মন্তব্য করতে পারিনি :(
এখন কি চিঠি থেকে বাদ দিলেন নাকি মাহবু ১৫৪ :P
+

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

মাহবু১৫৪ বলেছেন: আসলে পোস্ট বেশ কয়েকবার এডিট করায় আপনার নামটা থেকে বোল্ড মুছে গিয়েছিল। এখন আবার ঠিক করেছি।

অনেক ধন্যবাদ আপনাকে

১৪| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

লাবনী আক্তার বলেছেন: হবেনা এই আইডিয়া আমি ১ মাস ধরে মাথায় রাখছি যে এমন করে একটা পোস্ট দিব। আপনি আমার মনের আইডিয়া কেমনে চুরি করলেন? :(( :(( আমার পোস্ট দেয়ার আগেই আপনি দিয়ে দিছেন! :( :( আপ্নেরে মাইনাচ! X( X((

চিঠি ভালো হইছে! তবে আমি ভেবেছি গ্রাম্য ভাষায় এরকম করে একটা চিঠি লিখব।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

মন খারাপ করার কিছু নাই আপু। আপনিও লিখুন। তবে আঞ্চলিক ভাষায়।

মজাই হবে :)

১৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রেম দেখি হয়েই গেলো। ;)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*

হুর মিয়া!! কি বলেন? কার লগে প্রেম হইলো? /:)

১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

মনিরুল হাসান বলেছেন: এই পত্রটা তূর্ণাকে পড়তে দিস। :)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

মাহবু১৫৪ বলেছেন: ফাউল কথা বলার আর জায়গা পাস না? X(

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ইন্টারেস্টিং ;) ;)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

মাহবু১৫৪ বলেছেন: :P :P

১৮| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: অপ্রকাশিত প্রেম পত্র প্রকাশিত হোক ।

ঈদ মোবারক মাহাবুব ভাই ।

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

মাহবু১৫৪ বলেছেন: ঈদ মুবারাক

১৯| ০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

টুম্পা মনি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

ঈদ মোবারক।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

মাহবু১৫৪ বলেছেন: ঈদ মোবারক

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

ইষ্টিকুটুম বলেছেন: প্রথমে ভাবলাম বাগধারা নিয়ে লিখেছেন কিনা। একটু পরেই বুঝলাম কাহিনীটা।

বেশ ভালো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.