![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচারের সুর উঠেছে আজ বাংলার জনমনে
তাইতো সবাই ছুটচে আজ শাহবাগ গন-জাগরণে।
অন্য কোনো দাবী নাই
ফাসি চাই ফাসি চাই
রাজাকারের ফাসি চাই।
আমাদের এক দাবি
কবে ওদের ফাসি দিবি।
বলতে চাই,শুনাবেন না আর মধুর বাণী
জানিয়ে দিলাম, টানবো না আর কলঙ্কের গ্লানি।
প্রয়োজন হলে দেখিয়ে দেব
বিচার করতে আমরাও জানি
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
আরজু পনি বলেছেন:
টানবো না আর কলঙ্কের গ্লানি।...এটাই আসল কথা।।