| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা আল্লাহ ,মোহাম্মদ ও ইসলামে বিশ্বাসী নয় ,(অমুসলীম বা নাস্তিক ) তাদের জানাযা হওয়া কতোটুকু যুক্তিসংগত।এ ররম মানুষের জানাযা দিয়ে ঐ মৃত মানুষকে অপমান করা নয় কি?একটা মানুষ যে আদর্শ ও চিন্তায় বিশ্বাসী তার শেষ বিদায়ে তার বিশ্বাসকে অমূল্যায়ন করে তাকে বিদায় জানানো কতটুকু যুক্তিসংঙ্গত।বরংচ তার শেষকৃত্য তার বিশ্বাসে সামঞ্জস্য রেকে সম্পাদন করা উচিত নয় কি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
রাহমান মাহবুব বলেছেন: কিন্তু নাস্তিকদের কি্ হওয়া উচিত।নাস্তিকরা তো কোনো ধর্মীয় রীতি নীতিতে বিশ্বাসী নয়,
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭
নীলকন্ঠ. বলেছেন: যাহার ইচ্ছা নাস্তিক হওয়ার তিনি নাস্তিক হইয়া যাইতে পারেন। কিন্তু নাস্তিক্যগিরি প্রকাশ করিতে গেলে কেন ইসলামকে আক্রমন করিতে হইবে? ইসলামকে আক্রমন না করিলে নাস্তিক্যের পরিপূর্ণতা ঘটে না এই জন্য? নাস্তিক হিসেবে কদর পাওয়া যায়না এই জন্য? আমাদের বিশিষ্ট শাহবাগী থাবা বাবা (রাজীব) নাস্তিক হিসেবে কদর পাওয়ার জন্য যে সব লিখিলেন নাস্তিকরা কোন মস্তিষ্কে ইহাকে সঠিক বলিয়া মানিয়া নেয় ?
আমরা দাবী জানাইতেছি, থাবা বাবা গ্রুফ মৃত্যুর পর তাদের সৎকার কীরূপে হইবে – এই বিষয়টা খোলসা করিয়া দিক।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
পথিকের ডায়েরীর পাতা বলেছেন: আমার জানামতে অমুসলিমদের কোন জানাযা নেই।
এবং এর সাথে সংশ্লিষ্ট থাকাও নিষেধ রয়েছে মুসলমানদের জন্য।