![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বপ্রথমে মহামান্য রাষ্ট্রপতির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।উনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।
এ সংকটময় সময়ে উনার চলে যাওয়া আর সংকটঘন করে তুলবে যদি শেখ হাসিনা সিদ্ধান্ত নিতে ভুল করেন।
কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি এ নিয়ে বিশ্লেষন শুরু হয়েচে।এখন যদি গুজব আর সম্ভাব্য সব সম্ভাবনা কে নিয়ে আলোচনা করি তবে আমার কাছে এ চিত্র ফুটে উটে।
বিবিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি জনাবা সাজেদা শেখ হাছিনার প্রচন্ড রকমের পছন্দ এ পদের জন্য। যদি শেখ হাছিনা তার পছন্দের পাত্রী কে এ পদের জন্য নির্বাচন করেন তবে দেশবাশীর জন্য হবে আত্মগাতী সিদ্ধান্ত।জনাবা সাজেদা চৌধুরী রাষ্ট্রের অভিবাবক হওয়ার জন্য কিঞিত পরিমান যোগ্য বলে আমি মনে করি না। শুধু নারী হওয়ার জন্য যদি হাসিনা উনাকে রাষ্ট্রপতি হিসাবে চান তবে বলব সংসদ মমতাজ কে আপনি নির্বাচন করুন।তা
দেশবাসীর কাছে গ্রহনযোগ্য হবে।
রাজনৈতিক আস্তাভাজন প্রার্থী চাইলে স্পীকার অনকেটা গ্রহনযোগ্য হবেন বলে আমি মনে করি।বিরোধী দল মনে হয় স্পীকার কে এ পদের জন্য নীরব সমর্থন দিবে কারন উনার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক ক্লীন ইমেজের জন্য, আবার এ কথাও সত্য নিরেপক্ষ প্রার্থী হলেও বিরোধী দল কখনও দলীয় নির্বাচিত রাষ্ট্রপতিকে অকুন্ঠ সমর্থন দিবে না।
অসম্ভব্য নিরপেক্ষ দৃষ্ঠিকোন থেকে বললে, রাষ্ট্রপতি প্রার্থী হিসবে গ্রহনযোগ্য হবেন যদি এদের কাউকে নিয়োগ দেয়া যায়।
ড: কামাল হুসেন,ব্যরিস্টার রফিকুল , স্যার ফজলে হুসেন আবেদ ড: ইউনুস,আকবর আলী খান এড আমিরুল হক .
এদের কাউ কে রাষ্ট্রপতি নির্বাচন করলে বিরোধী দলের তত্বাবদায়ক সরকারের দাবী ম্লান হবে এবং জনগনের নিকট দাবীর গ্রহনযোগ্যতা হারবে বলে আমি মনে করি।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
রাহমান মাহবুব বলেছেন: সাজেদা চৌধুরী চেয়ে উত্তম
আমি মনে করি
২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: নিরপ্রেক্ষ যদি কেউ আসে জনগণ এবং আগামী নির্বাচন
সুন্দর হওয়ার নিশ্চয়তা পাবে ।
৩| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
রাষ্ট্রপ্রধান বলেছেন:
৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫
ভাল ছাত্র বলেছেন: আকবর আলী খানরে রাস্ট্রপতি বানাইলে জাতি কিছু পাইত।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: নান্টু ঘটকের মমতাজ?