![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেট আমার একটা প্রিয় খেলা।বালক বয়স থেকে ক্রিকেট খেলতে,দেখতে এবং বিশ্লেষন করতে পছন্দ করতাম,আজ অব্দি এখনও করি, 97 এ বাংলাদেশের ICC জয়ের পর এ খেলার প্রচন্ড প্রেমে পরে যাই।বৃষ্টি প্রায় সময় এ খেলার বিঘ্ন সৃষ্টি করত।বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ফলাফলের জন্য কার্টেল ওভার ম্যাচ হয়।আর বৃষ্টি বিঘ্নিত খেলায় সংশোধিত লক্ষ্যমাত্রা সেট করতে যে ম্যাথড ব্যবহার করা হয় তা হচ্চে Duckworth / Lewis বা D/L Method।প্রায় সময় ভাবতাম এ D/L Method দিয়ে কিভাবে লক্ষ্যমাত্রা সেট করা হয়।এই ম্যাথডের এপ্লিকেশন কিভাবে করা হয় আজ সবার সাথে শেয়ার করলাম।
D/L Method মেথড এর একটা মানক আছে
এখানে ক্লিক করুন
Click This Link target='_blank' >লিংক
উদাহরন ১
বৃষ্টি যদি ম্যাচের ২-য় ইনিংসের (Team B) সময় বিঘ্ন ঘটায়
মনে করি Team A Scored 302 runs from 50 over,২-য় ইনিংসে খেলা বিঘ্ন হওয়ার আগে Team B scored 78 runs for 1 wickets from 13.2 over.
যখন খেলা বন্ধ হয় তখন Team B কাছে অবশিষ্ট ছিল ৩৬,৪ ওভার 1 উইকেট হারিয়ে,সুতরাং D/L method এর টেবিল অনুযায়ী তাদের কাছে অবশিষ্ট রিসোর্স ছিল 80.5%
যখন খেলা শুরু হয় তখন যদি ২-য় ইনিংসের ৩৩ ওভার নষ্ট হয়।তার মানে Team B আরো 13.4 ওভার খেলতে পরবে নির্দিষ্ট সময়ের মাঝে।they will play 13.4 over,but they already lost 1 wicket .সুতরাং D/L method এর টেবিল অনুযায়ী Team B কাছেঅবশিষ্ট রিসোর্স
আছে 40.9%
বৃষ্টির কারনে Team B রিসোর্স হারিয়েছে (80.5%-40.9%)=39.6%
যা Team A এর তুলনায় (100%-39.6%)=60.4% কম
যেহেতু Team B,Team A এর তুলনায় 60.4% রিসোর্স কম পাচ্চে
সুতরাং Team B এর জন্য সংশোধিত লক্ষ্যমাত্রা
Team A স্কোর ৩০২ রান
302*60.4/100=182.40 runs অর্থাৎ১৮৩ রান হচ্ছে Team B এর জন্য সংশোধিত লক্ষ্যমাত্রা ।
বাকী অংশ পর্যায়ক্রমে আসতেছে।
সবাই ভালো থাকুন এবং ভুল হলে সংশোধন করুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
পড়শী বলেছেন: চমৎকার একটা জিনিষ জানলাম। ধন্যবাদ।