![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরে ধিকধিক ধিকধিক করে ধিকধিক করে মাটি
এই মাটিতে অটল হইয়া ক্যামনে কইরা হাঁটি?
নৌকাতে যে ঘুন ধইরাছে, ধানের শীষে পোকা,
লাঙ্গলেতে জং সেই কবে, (দেইখা) বাম দিকে সব বোকা,
দাঁড়িপাল্লার দাড়ির জটে মাটির 'পরে লাশ
এই মাটিতে দেব-দেবতা আইসাই যে খায় বাঁশ!
দেব-দেবতা মায়ার জটে নিজেরে না চেনে
মাটির কলস প্রাধান্য পায়, হাওয়ার বসত ফেলে
আদমগুলো অ-দম হইয়া দমের খোঁজে হাওয়া
নিজের বসত হেলা কইরা অন্যেরে দেয় ধাওয়া
আরে দমের খোঁজে অধৈর্য্য মন আগুন জ্বালায় পুড়ে
প্রজন্ম চত্বরে বইসা গায় সে দহন সুরে
দহনে দহনে জ্বালা জলের খোঁজে এবার
দেবীর প'রে মাথা ঠেকায় - সময় হইলো সেবার
হাওয়া যখন ঘরে ফেরে ডানে-বামে জোর
নয়া নৌকায় নয়া ধানে দেব-দেবতার কাটে ঘোর
মাটি এবার স্থির... বল উন্নত মম বীর
যে বীর ভাবের খেলা বুইঝা সদাই সু-ভাবে রাখে শির
স্লোগান যখন সেবার - কী আছে কার নেবার
প্রেমের জোরে বাংলা মাটি জাইগা ওঠে ফোরেভার!
(গান/আনুশেহ আনাদিল)
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
শাহীন ভূইঁয়া বলেছেন: well .......................go ahead kobi sathe achi