নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহমান মাহবুব

রাহমান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্রেজেডি, আমার দাবিহীন শিরোনাম

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

সাভার ট্রেজেডিতে আমি গভীর ভাবে মর্মাহত হয়েছি,

যারা মার গেছেন তার মধ্যে অনেকেই পরিবারে একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি।পোষাক শিল্পের মালিকেরা হরতাল হলে সভা সেমিনারে তাদের অর্থনীতিক ক্ষতির কথা বলে ঝাঝালো বক্তব্য দেন,কিন্তু তাদের অর্থনীতিক মুনাফার পেছনে যাদের হাতের শৈল্পিক ছোয়া তাদের সেইফটি নিয়ে কোনো সভা সেমিনার কিংবা মনিটরিং ফলিসি নিতে দেখি না কেন,



এত সব মানুষের আর্তনাদ আর তাদের স্বজনের লাশের লম্বা মিছিল দেখে আমাদের রাজনৈতিক নেতা দের মনে কি একটুও দরদ লাগে না যে এই অল্প আয়ের মানুষের হাতের শৈল্পিক ছোয়ায় আমাদের ব্যাংকের একাউন্ট ডিজট লম্বা হয়েছে।

আমাদের প্রধানমন্ত্রী এখন ব্যাস্ত প্রমান করতে সোহেল রানা যুবলীগের নেতা না,উনি ডাটা কালেকশনে নেমেগেছেন। উনার হাতে ঐ সময় নাই ধংশস্তুপে আটকানো মানুষ বা আহত বা নিহিত মানুষের স্বজনের কথা চিন্তা করার.আরে গর্দব প্রধানমন্ত্রী রানা আওয়ামীলীগের হইলে কি আওমীলীগের নিবন্দন বাতিল হইয়া যাইব।প্রধানমন্ত্রী আপনি স্বজন হারনোর স্মৃতি সভা সেমিনারে ভেজা কন্ঠে বলে মানুষের দৃষ্টি আকর্ষন করেন ।আজকে এই হাজার হাজার মানুষের হাহাকর আর বুক ফাটা আর্তনাদ একবার শুনে আপনাদের চরিত্র একটু বদলান।

আর মখার কথা কি আর বলুম....

আর বিএন পির আনোয়ার সাহেব আবার কি বলেন মখার উত্তরে 'আরেক ঝাকা দিলে ক্ষমতা থেকে নামত হইব'তার মানে আপনাদের ঝাকাতে ট্রজেডি হইচে নাকি।

প্রাইমার্ক বিদেশি ক্রেতা তাদের ইথিকাল ট্রেড টীম ত্ত্বত্ত সংগ্রহ করা শুরু করেচে এবং সম্ভাব্য সব ধরনের সাহা্য্য করার ঘোষনা দিয়েছে।

আল্লাহ এ স্বজন হারাদের কষ্ট লাগব কর।নিহতদের মাগফেরাত কর,আমীন





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.