![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে ভারতের বামপন্থীরা কালচারাল পুলিশিং বন্ধ করার দাবি জানিয়েছেন। এর আগে গুজরাটে ফানা দেখানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল সেখানকার সরকার। ডা ভিনচি কোড নিয়েও একই কাণ্ড ঘটেছে ভারতে। মিটিং মিছিল লেগেই আছে।হিট ছবি ফানা দেখলাম। লাভ স্টোরি, তার মধ্যে ইন্ডিয়া-পাকিস্তানের কাশ্মীর ইসু্যর মিকচার। আর ফিল্মি দেশপ্রেমের ভারতীয় আদিখ্যেতা। এই সিনেমাগুলো রাজনৈতিক হালকাপলকা বক্তব্যের কারণে বিতর্ক তৈরি করে। কিন্তু হিট হয় প্রেমের কারণে। প্রেম কাহিনী এখানে প্রায় রূপকথার আকার নিয়েছে। ফিল্মি, ভেরি ফিল্মি।আর আছে কাজলের হ্যাপি রিটার্ন। তবে অপ্রধান চরিত্রে টাবুকে বেশ গরিবই মনে হলো। না আন্তঃধর্মীয় বিয়ে, রাজনৈতিক বিতর্ক কিছুই পেলাম না। এমন ভালোবাসার একটি ছবি কেন বিতর্কিত হলো সেটা বোঝা বড়ই কঠিন।
২| ১০ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: খাউজানি থিকা । হুদাই বিতর্ক হইলো একপ্রকার খাউজানি ।
৩| ১০ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: বির্তক ত ছবি নিয়া হয় নায়,আমির খান কি যানি বলল তা নিয়েই যত গন্ডগল
৪| ১০ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬
অতিথি বলেছেন: ভাই Fanna ছবিটা আমারো পছন্দ হইছে। আর আপনার কাছে কি ফানা ছবির গান গুলো আছে। থাকলে প্লিজ আমাকে সেন্ড করে দিবেন। [email protected]
আপনাকে ধন্যবাদ।
10.06.2006
৫| ১০ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬
অতিথি বলেছেন: সাকিব ভাই আমি পাঠাইয়া দিব
৬| ১০ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬
রুপা বলেছেন: সমস্যা টা যেন এখানেই না হয়। "ফানা" র কপি যেন ঢালিউডে "মানা" না হয়ে যায়।
৭| ১০ ই জুন, ২০০৬ বিকাল ৫:০৬
খুশবু বলেছেন: খুবই ভাল ছবি ।কিন্তু শেষ পযনর্্ত দেখতে পারিনি ।
৮| ১১ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
অতিথি বলেছেন: সিনেমা হিট হওয়ার পলিটিক্সটা কিন্তু এমনই। রূপা যা বলেছেন তা 100 ভাগ ঠিক। মার্কেটে হুদাই বিতর্ক হয় না। পলিটিশিয়ানরাও হুদাই নাচে না। জমজমাট প্রেম কাহিনির সঙ্গে একটু বিতর্ক। আহা আগুনে যেন ঘি পড়লো। হলে হুমড়ি খেয়ে পড়বে দর্শক। সাবি্বর, আমির খান আসলে কী বলেছিলেন? আমি জানি না তো। জানাতে পারেন? সাকিব, আমার কাছে গানগুলা নাই। সাকিব আপনাকে পাঠালে খুব ভাল লাগবে। কারণ গানগুলো খুব ভাল। পুরানা গানের আমেজ আছে। তবে সিনেমায় দেশপ্রেমের কাছে নারী-পুরুষের প্রেমের পরাজয়ে কেমন জানি লাগলো শেষ পর্যন্ত।
৯| ২৫ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: আমির গুজরাট সরকারকে সামান্য গালি দিয়েছিলেন । নর্মদায় সর্দার সরোবর প্রকল্প ও সামপ্রদায়িক দাংগা প্রসংগে । শুধু ফনা নয়, আমিরের যেকোনো সিনেমা ও সিনেমার পাবলিসিটি ব্যান হয় । এখন চাপ কম।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০০৬ দুপুর ২:০৬
রুপা বলেছেন: বির্তক যত হবে দেখবেন ছবি তত হিট। এটাও একরকম মুভি পলিটিক্স।