নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতভর বৃষ্টি

দিনভর গান

মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের স্বাধীনতা ও স্বাধীনতাহীনতা : ১৯৪৭

১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪০

আগস্টের ছয় তারিখে ব্লগে একটা পোস্ট দিছিলাম : বাংলাদেশ কি ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল? শিরোনামে। সাড়া যা পাওয়া গেছে তা মন্দ না। কিন্তু প্রতিক্রিয়া যতোটা তীব্র হবে ভেবেছিলাম তাতোটা হয়নি দেখে খুব অবাক হয়েছি। তীব্র প্রতিক্রিয়া না হলেও যা হয়েছে তাতে সহজেই প্রতিক্রিয়াগুলোকে দুই ভাগ করে ফেলা চলে। কেউ কেউ মনে করেন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গেই ১৪ আগস্ট স্বাধীন হয়েছিল। আর সেটা পালন করতে কোনো অসুবিধা নাই। ব্যাপারটা এত সহজ নয়, কারণ ইতিহাসের বহ প্রশ্নের সুরাহা না হলে সেটা সম্ভব নয়। জাতি হিসেবে সে সবের মুখোমুখি হওয়ার মতো প্রস্তুতি আমাদের আছে বলে মনে হয় না।

দ্বিতীয় ভাগে পড়েন অনেকে। তাদের মতে, বাংলাদেশ ১৯৪৭-এ স্বাধীন হয়নি, শুধু হাত বদল হয়ে ব্রিটিশদের হাত থেকে নতুন শাসকদের হাতে এসে পড়েছে। ফলে তখন বাংলাদেশের জন্ম হয় নাই, স্বাধীনতাও বাংলাদেশ পায় নাই। ফলে সেটা পালন করার প্রশ্ন ওঠে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। এবং সেটাই আমরা মানি এবং পালন করি।

আমিও দ্বিতীয় মতটার সমর্থক। আমাদের স্বাধীনতা দিবস নিয়ে পোষণ করার মতো স্পর্ধা আমার জন্মায়নি। সে প্রস্তাবও আমি দিতেছি না।

কিন্তু এটা মোক্ষম সত্য যে, ব্রিটিশ শাসন থেকে মুক্তির দিনক্ষণ ঠিক আছে। হিসাব মতো। সেখানে ভুল হওয়ার কথা নয়। সেটা ১৯৪৭ সালের ১৪ আগস্ট, ১৫ আগস্ট নয়।

এই সহজ হিসাবটা বুঝতে আমার মেলা দিন লেগেছে। ১৯৯৭ সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতার ৫০ বছর পালন করে। তার বছর খানেক পর ইতিহাস বিষয়ে পারদর্শী এক সাধারণ ব্যক্তির সঙ্গে আমার আলাপ হয়। তিনি আমাকে বলেন, ১৯৪৭ সালের ১৪ আগস্ট আমরা ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম আর সেটা আমাদের পালন করা উচিত। তৎক্ষণাত মনে হয়েছিল লোকটা পাকিস্তানপন্থী। যে স্বাধীনতা দেশভাগের মতো করুণ দুর্ভাগ্য বয়ে এনেছে তা পালন করার কী থাকতে পারে? দুঃখজনক হলেও সত্যি, আমার আগের পোস্টে যারা মন্তব্য করেছেন তারা দেশভাগের মতো বিষয়ের কথা কেউই উল্লেখ করেননি, এ ব্যাপারটিও আমাকে ভীষণ অবাক করেছে।

ভারত ও পাকিস্তান ১৪ ও ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছে বটে। কিন্তু এর বিনিময়ে দেশ তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে। কোটি কোটি মানুষ ঘর ছাড়া হয়েছে, মারা গেছে লাখ লাখ মানুষ। সেদিন যারা জীবিত ছিলেন তাদের স্মৃতিতে সেই দৃশ্যগুলো ঘা হয়ে টিকে আছে আজও। কিন্তু আমরা ব্যাপারটির কথা উল্লেখ করতেই ভুলে যাই। আমাদের শত দেশপ্রেম আর মুক্তবুদ্ধি সত্ত্বেও ভুলে যাই।

তারিখ মনে নেই, সেটাও সম্ভবত ১৯৯৮/১৯৯৯ সালের কথা। কলকাতার প্রখ্যাত ঔপন্যাসিক দেবেশ রায় ঢাকা এসেছিলেন সেলিম আল দীনের পঞ্চাশতম জন্মদিনের অনুষ্ঠানে। তাকে দূর থেকে বহুদিন যাবত শ্রদ্ধা করে এসেছি। বাংলা ভাষায় তিনি উপন্যাস চিন্তার পথিকৃৎ। আর তার উপন্যাস আমার মতো অনেকের কাছে অবশ্যপাঠ্য। বাংলা উপন্যাস ফর্ম ও কনটেন্টের দিক থেকে সর্বশেষ কোথায় গিয়ে ঠেকলো তা জানতে দেবেশ রায় পড়া ছাড়া আর কোনো গত্যন্ত দেখি না। তিনি একটি সেমিনারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে আমাকে প্রায় শ্বাসরুদ্ধ করে দিলেন। বললেন, বাংলাদেশ এই উপমহাদেশের প্রথম ও একমাত্র জাতিরাষ্ট্র।

কথাটায় তীব্রটা আছে, ঝাঁঝ আছে। কিন্তু তারও চেয়ে বেশি যা আছে তা হলো চিন্তা। গভীর চিন্তা, ইতিহাস বোধ ও অভিজ্ঞতা থেকে তিনি কথাটা বলেছিলেন। এর আগে এরকম কথা আমি শুনি নাই।



(ক্রমশ আগাইবে)



মন্তব্য ২৫ টি রেটিং +৭/-৪

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪১

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ১ দাগানো হইলো, এ আলোচনাটি সময়ের অপচয়

২| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৩

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: আর আপনি লেকার টাইটেল মওলানা আবুল কালাম আজাদের "ফ্রীডম অ্যাট মিডনাইট" তেকে চুরি করসেন

৩| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৩

আমি কে বলেছেন: আর আগান লাগবো না। ১।

৪| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৭

মাহবুব মোর্শেদ বলেছেন: ডাক্তার আইজউদ্দিন,
সময়ের অপচয় করতে আমার ভাল লাগে।
আমি কে,
এইগুলারে বলে সাইড ইফেক্ট। ১ কেন ০ দাগাইতে পারেন।

৫| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৯

মাহবুব মোর্শেদ বলেছেন: ডাক্তার,
যেটা জানেন না সেটা উল্লেখ করতে যান কেন?
ফিডম অ্যাট মিডনাইট না মওলানার বইয়ের না ইনডিয়া উইনস ফ্রিডম।

৬| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪৯

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: বোজা যাইতেসে সময় অপচয় করতে যে তোমার ভাল লাগে। অপচয় কারী শয়তানের ভাই

৭| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫১

মাহবুব মোর্শেদ বলেছেন: তুমি একটা মুর্খ। অজায়গায় তুমি সময় নষ্ট করতেছ।
তোমারেও সাইড ইফেক্ট লাগছে?

৮| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫৪

অমিত বলেছেন: ফ্রিডম এট মিডনাইট হল ল্যারি কলিন্স এবং ডোমিনিক ল্যাপিয়েহ...

৯| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫৪

ঘোড়ার ডিম বলেছেন: গুরু মুক্তি যুদ্ধ লইয়া একখান আবেগী ভাষন ছাড়েন। তয় আইজু হইতে শুরু কইরা সক্কল মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী খুশি হইয়া আপনাকে উত্তম জাঝা দিবো।


১০| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫৭

মাহবুব মোর্শেদ বলেছেন: অমিত,
আপনে দেখলাম প্রচেত্যর ব্লগে আমারে গালাগালি করছেন?
ঘোড়ার ডিম,
সেটাই।

১১| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:০৩

নাদান বলেছেন: মওলানা আবুল কালাম আজাদের ইনডিয়া উইনস ফ্রিডম বই টা পড়েছি কিন্তু নেহেরুর লেখা একটা বই পুরোটা শেষ করতে পারিনি, যতদূর মনে আছে বইটা তিনি তার মেয়ের কাছে চিঠি আকারে লিখেছিলেন। বইটার নামও ভুলে গেছি। কেউ কি জানেন বইটার নাম?

১২| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:০৪

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ভারত এক খোজ

১৩| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:১০

নেই মানুষ বলেছেন: ৫

১৪| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:২০

বন্ধনহীন বলেছেন: সুন্দর একটা লেখা শুরু করার জন্য ৫ দেয়া হলো।
আমার মতে, আপনার লেখায় কিভাবে পূর্ববাংলা দেশভাগের সময় পাকিস্তানের হাতে পড়ল, তা আলোচনা করা উচিত ছিল। প্রথম পাকিস্তান প্রস্তাবে স্বাধীন States (বহুবচন) কথা বলা হয়েছিল।
পরের পর্বগুলোর অপেক্ষায় আছি।

১৫| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৫৭

অমিত বলেছেন: নাদান@Letters From a Father to His Daughter
মাহবুব মোর্শেদ@একটু ব্যাখ্যা করবেন, কিভাবে আপনেরে গালাগালি করলাম ?

১৬| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১২:৩৫

সুমন চৌধুরী বলেছেন: পড়তাছি।
দেখি কয় পর্ব নামাও।

১৭| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ২:৪৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আরো আগানোর দরকার আছে । ৫

১৮| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ৩:০৫

জায়দান বলেছেন: ১ দাগানো হইল। এই সিরিজের কন্ট্রাক্ট কত?

১৯| ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৪০

বীথিলতা বলেছেন: মাহবুব মোর্শেদ,
দেশভাগের করুণ ইতিহাস শুধু আপনাকেই ভাবায় এটা ঠিক নয়। আপনার আগের পোষ্টের মন্তব্যে কেউ এই বিষয়টি উল্লেখ করেননি, তার অর্থ এই নয় যে এই বিষয়ে তাদের কোন বক্তব্য নেই। আমার বিশ্বাস অনেকেই এই বিষয়টি সচেতন ভাবে এড়িয়ে গেছেন। ধরুন, এখনই যদি আমি বলি ধর্মের ভিত্তিতে এই দেশভাগ আমি মানিনা, সঙ্গে সঙ্গে আপনি আমাকে একটি বিশেষ দলভূক্ত করে ফেলবেন। এখানে দেখছি অনায়াসেই আপনারা একে অপরকে ইলেকট্রনিক রাজাকার, ভার্চুয়াল মুক্তিযোদ্ধা, পাকিস্তানপন্থী, ভারতপন্থী ইত্যাদি বলে গালাগালি করে চলেছেন। বড়ো ভয়ানক প্রবনতা!

২০| ১৫ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৮

মাহবুব মোর্শেদ বলেছেন: বন্ধনহীন,
গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
নেই মানুষ, সুমন ভাই ও আবদুর রাজ্জাক শিপন,
ধন্যবাদ।
জায়দান,
আপনি কতো করে পান?

২১| ১৫ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:২২

মাহবুব মোর্শেদ বলেছেন: বীথিলতা,
তা ঠিক। একমত।

২২| ১৫ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:২৩

মাহবুব মোর্শেদ বলেছেন: অমিত,
গালি যে দিছেন এইটাও দেখায়া দিতে হবে?
বাহ!

২৩| ১৫ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬

মাহবুব মোর্শেদ বলেছেন: নাদান,
নেহরু মেয়েকে জেল থেকে যে চিঠি লেখছিলেন তা বাংলাদেশে এক মলাটে পাওয়া যায়। বইটার নাম : মা মণিকে বাবা। যত দূর মনে পড়ে, বইটায় রাজনীতির প্রাথমিক পাঠ, পৃথিবী নানা ঘটনা নিয়ে শিক্ষামূলক যত কথা আছে ভারতবর্ষের স্বাধীনতা বা স্বাধীনতা আন্দোলন নিয়ে ততো কথা নাই।
এ প্রসঙ্গে বিস্তারিত আছে নেহরুর আত্মজীবনীতে। বইটার নাম টুওয়ার্ড ফ্রিডম।

২৪| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৫৯

অমিত বলেছেন: অবশ্যই..আমার যতদূর মনে পড়ে আমি মডুরামকে ভন্ড শেয়াল কইছিলাম..

২৫| ১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪৬

মাহবুব মোর্শেদ বলেছেন: তাহলে তো ঠিকই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.