নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুব মুহম্মদ

আমি কেউ না।

মাহবুব মুহম্মদ › বিস্তারিত পোস্টঃ

হৃদগর্ভ

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪

আমার হৃদগর্ভে জন্মেছিল এক নিদয় স্বপ্নের,
মিশ্র জনমের মতো কোন এক ক্লান্ত পথিক হয়ে
তুমি ধরেছিলে তার হাত!
দিয়েছিলে নিস্তব্ধ এক পূর্ণচন্দ্রের নীরবতা।

উদ্বেলিত সুর হয়ে চারিদিকে ছড়িয়েছিলে
তার সৌরভ;
তবুও মনে হয় আজো,
স্বপ্ন অপেক্ষাকৃত ধীমান হয়ে আছে...

ক্লান্ত পায়ে কুয়াশাচ্ছন্ন দৃষ্টির মতো,
কিংবা কলেজ পড়ুয়া কোন তরুণীর প্রথম প্রেমের
চঞ্চলা স্মৃতি হয়ে,
এসেছিলে অভিমানক্লিষ্ট হৃদয় নিয়ে।

তবুও ব্যর্থ হয়েছে সে__
ব্যর্থ হয়েছে তার অনাহারবৃদ্ধ হৃদয়ের অভিশাপ।
ব্যর্থ হয়েছে প্রেম, স্বপ্ন, মৌনতা কিংবা
বেদনাবৃদ্ধ হৃদয়ের একান্ত হাহাকারগুলি ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.