নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল পথটা সব সময় কঠিন মনে হয়।

রশিদ মাহবুব

সব সময় খুঁজছি নিজেকে

রশিদ মাহবুব › বিস্তারিত পোস্টঃ

যৌন সমস্যার লিফলেট মানসম্মান এর কিটকেট

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২

বাবা,মা,ভাই,বোন,প্রেমিক,প্রেমিকা অথবা অন্য কোন আত্মীয় স্বজন এর সাথে রিকশা অথবা সি এন জি তে চড়ে হাওয়া খেতে বের হয়েছেন।মন শান্ত অথবা অশান্ত।চিন্তায় মোশগুল বা ভালোবাসায় খোশগুল।বলা নেই কওয়া নেই সপ্ত আসমান থেকে এসে পড়লো একটুকরো কাগজ আপনার বাহনের মধ্যে।অতি উত্‍সাহী হয়ে হাতে তুলে নিলেন।পাশে যে বা যারা আছে সে বা তারা গলাটা বাড়িয়ে দিল পড়তে। কোন সে দৈব বাণী উদিত হলো আসমান থেকে।কাগজ পড়ে চোখ তো ছানা ভরা লিঙ্গ মোটা তাজাকরণ,স্তন শক্ত অথবা বড় ছোটকরণ।আজব সব বিজ্ঞাপন।কি করবেন জনাব,জনাবেরা? ইজ্জত এর টায়ার তো পাংচার?বাঁচার উপায় কি বলবেন কেউ এ অযাচিত উত্‍পাত হতে।এ বেহায়াপনা আইন কি চোখে দেখে না?দেখবে কেমন করে চোখের ওপর কালো পট্টি লাগানো যে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

অস্পিসাস প্রেইস বলেছেন:

ভাই কি আর করব বলেন, নগরের নাগরিক হিসেবে অনেক কিছু সহ্য করে নিতে হয়। এসব লিফলেট সন্ত্রাস তাই সবসময় সহ্য করে নিই X( X((

শুভ কামনা............

২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
আগের তুলনায় এখন লিফলেট বিতরন কমই দেখি ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

রাহুল বলেছেন: কিছুটা কমছে,আরো কমবে কারন মানুষ আগের থেকে এখন চালাক হচ্ছে।ভুয়া এই বিজিনেস কিছুকাল পরে খতম হবেগা।টেনশান লিয়েন না। :) :D B-) ;)

৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

লালমিয়াভাই বলেছেন: সেদিন সকালে বাসার পেপারে দেখি এক গাট্টি এ টাইপের লিফলেট পেপারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেউ দেখার আগেই ছিঁড়ে ময়লার ঝুড়িতে ফেললাম। ভাজ্ঞিস আম্মা বা ছোট বোন কেউ দেখেনি।

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

বিলাসী বলেছেন: সাইন্স ল্যাবের মোড়ে একদিন আমি ও আমার ছেলে বাসে করে যাচ্ছি হঠাৎ করে কে যেন একটি কাগজ ছুড়ে মারল। পড়ল এসে আমার ১০ বৎসর বয়সি ছেলের কোলে। প্রসংগতঃ ছেলে নতুন শিক্ষাবিদ তাই কাগজ হাতে নিয়েই পড়া শুরু করল। এবার আমার তো কান গরম হওয়া শুরু হল :| পাশের এক ভদ্রলোকও দেখছি আমার ছেলের সংগে পড়ছে। আমি কি করব বুঝে উঠার আগে ছেলে বলল আব্বু এটা মনে হয় ডাক্তারদের কাগজ নেও তুমি পড়। পড়িমড়ি করে কাগজ নিয়ে বললাম হ্যাঁ বাবা এটা ডাক্তরদের জন্য আমাদের দরকার নাই এই বলে কষে মুচড়িয়ে X(( জানালা দিয়ে ফেলে দিলাম। মনে মনে আল্লাহর শোকরিয়া করে বললাম আল্লাহ ইজ্জ্বত রাখার মালিক না হলে আমার ছেলেটা যে ত্যাদর যদি প্রশ্ন করতঃ মোটা তাজা করন মানে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.