নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল পথটা সব সময় কঠিন মনে হয়।

রশিদ মাহবুব

সব সময় খুঁজছি নিজেকে

রশিদ মাহবুব › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট যৌন শিক্ষার কাটলেট

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

সন্তানকে পড়তে পাঠাইছেন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো তো অতি আনন্দের সংবাদ।ডিগ্রি অর্জন করবে আপনার বারো হাত বুকের ছাতি ফুলে ফেটে পড়বার দশা হবে।আপনার সন্তান যে যৌনতায় এর মধ্যে পি এইচ ডি ডিগ্রি অর্জন করছে সে খবর রাখেন।রাখেন না কি বলেন?এ ডিগ্রি পেয়েছে আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট এর দেয়াল হতে যেখানে লেখা আছে অমুক মেডামের মাই চাই আমার চাই,আমুক মেয়ের পাছা একেবারে খাসা,অমুক স্যারের বাড়া একেবারে খাড়া আরো কতো কি?আর চিত্র কল্প সে তো অসাধারণ।শিক্ষা প্রতিষ্ঠান ওয়ালারে তো ঘুমে বেহুশ আপনার আর হুশ থাকবে কেমনে?ঘুমান ভালো করে ভালো জিনিস ই তো শিখতেছে প্রডাকশন বাড়বে দেশে।আহারে বাপ মা ধোঁয়া তুলশীপাতা সন্তানের খবর রাখেনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

মনজুর রােশদ ৯৬ বলেছেন: আপনি আসলে কি বুঝাতে চাইছেন সেটাই বুঝলাম না, আপনি কোন পযা'য়ে আছেন? নিজের সন্তান থাকলে তার দিকে নজর দিন।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

রশিদ মাহবুব বলেছেন: বুঝেও না বুঝা আমাদের স্বভাব রাশেদ ভাই।বুঝবেন আজ না বুঝলে কাল বুঝবেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

শাহরিয়ার নীল বলেছেন: না বুঝার ভান আমাদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.