নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল পথটা সব সময় কঠিন মনে হয়।

রশিদ মাহবুব

সব সময় খুঁজছি নিজেকে

রশিদ মাহবুব › বিস্তারিত পোস্টঃ

কোচিং সেন্টার প্রেমের ভান্ডার

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে কাজে লাগিয়ে দেশে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার।সন্তানকে কোচিং সেন্টার এ না দিলে আমাদের ইজ্জতের চাকা ফুস করে ফুটে যাওয়ার উপক্রম হয়।কি চলছে এ কোচিং সেন্টারে?আমাদের সন্তানরা এতো আগ্রহী কেন কোচিং এ যেতে?একবার ও ভেবে দেখেছেন কি?কোচিং এর ভাইয়া এবং আপাদের কথা বলার সময় এতো চকচকে করে কেন ওদের চোখ?বেশ কয়েক বছর আগের কথা চট্টগ্রামে প্রেমের জন্য নামকরা এক কোচিং এ খুনের ঘটনা ঘটলো আমরা নড়েচড়ে বসলাম।পরিমল বাবু ধর্ষণ এর ফ্রি ক্লাস নিল আমাদের পাছা একটু আকাশে উঠলো কিন্তু এরপর যে লাউ সে কদু।এ কোচিং গুলোর অধিকাংশ প্রেমের অবাধ লীলা ভূমি।কিছু হয়তোবা ব্যতিক্রম।ছেলেমেয়ে প্রেম শিখছে শিখুক না,ইয়াবা গিলছে গিলুক না,বিছানায় যেয়ে আদিম খেলায় মাততে চায় মাতুক না।প্রেসটিজ হলো বড় কথা কোচিং এ পাঠিয়ে বড় দায় উদ্ধার করেছি যে আমি।গাদা গাদা ফি দেই প্রেমের জোয়ারে ভাসতে আর আদিম খেলায় হাসতে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

নষ্টছেলে তানিম বলেছেন: শুধু কোচিং গুলোর দোষ কেন দেই ? যে সব স্থানে ছেলেমেয়ে একসাথে পড়ে বা সংগঠনে কাজ করে তাদের প্রায়ই সম্পর্ক কিছু কিছু ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়াতে দেখা যায় ।এটাকে অনেকেই আধুনিকতা বলে । কিন্তু সারা দিন টিভি খুল্লেই যে প্রেম তাতে ওদের বা আমাদেরই বা দোষ কি বলেন?

২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২

ৈসকত ইসলাম বলেছেন: খাটি কথা কইছো...........

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

দাদুচাচা বলেছেন:
কোচিং সেন্টার = প্রেম প্রেকটিস এর মোক্ষম পয়েন্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.