নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল পথটা সব সময় কঠিন মনে হয়।

রশিদ মাহবুব

সব সময় খুঁজছি নিজেকে

রশিদ মাহবুব › বিস্তারিত পোস্টঃ

মোবাইল দিছেন হাতে সেকস দেখবে পথে ঘাটে

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

ছেলে মেয়ের বায়না পূরণ করা বাবা মায়ের জন্য রীতিমতো ফরয হয়ে দাঁড়িয়েছে।অযৌক্তিক সব বায়না পূরণ করে চলেছে আগু পিছু না ভেবেই।বয়সের আগেই ছেলে মেয়ের হাতে তুলে দিচ্ছে মোবাইল সামর্থ থাকলে আকাশের চাঁদ ও দিয়ে দিত আজকাল কার পিতা মাতারা।ওমুকের ছেলে মেয়ে কিনেছে আমার টাও কেন বাদ যাবে?আহা কতো আহলাদ এর কথা।তা বাপু মোবাইল তো দিয়েছেন এরপর ছেলেমেয়ে কি করছে সে খবর রাখছেন কি?বেশিভাগ ক্ষেত্রে ছেলে মেয়েরা পর্ণ সাইড এ লগ ইন করে যৌবন ক্ষুধায় কাতর হয়ে পড়ছে অকালে।আর চটি পড়ে নজর হয়ে পড়ছে খারাপ।মোবাইল এ দুগ্ধ এবং লিঙ্গের ছবি দেখে আনন্দে ভেসে যাচ্ছে যে বাপু আপনার ছেলে মেয়ে সে খবরটা রাখেন কি?সেকস এর সুড়সুড়ি দেখছে পথে ঘাটে।তাই মোবাইল দিয়ে বসে থাকবেন না মাঝে মাঝে একটু দেখেন কোন কাজে ব্যবহার হচ্ছে তা।আর প্রেমালাম এর কথা না হয় পরের লিখায় জানাবো আপনাদের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনি তো মিয়া ব্লগ নিয়া যৌনতার বিরুদ্ধে জিহাদ শুরু করসেন। পৃথিবীর আর কোন সমস্যা কি আপনার চউক্ষে পড়ে না?

ভাষা আরেকটু সুশীল করেন। কি লিখসেন এইগুলা - দুগ্ধ, লিঙ্গ। সুন্দর ভাষাতে ভাষাচর্চা করুন।

নিজের মনে পাপ থাকলে বাকি সবাইরেওই পাপী মনে হয়। আপনার হইসে সেই প্রব্লেম।

X(( X(

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪

তারেক বলেছেন: @ জনৈক রুয়েটিয়ানের ব্লগ - লেখক তো সত্য কথাই লিখেছে। ভাষা ঠিকই আছে। লেখক যদি এ সব শব্দের পরির্বতে ধোন, ভোদা ইত্যাদি লিখত তাহলে কি খুব শালিন হতো।

পোলা-পান অশ্লীলতায় ভেসে যাচ্ছে সে গুলো নিয়ে একটা পোষ্ট দিতে পারেন না, আরেকজন যাও বা একটু লিখলো তাকে তো সমর্থন জানালেই না উল্টা আরও সমালোচনা। X(( X(( X((

৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

রশিদ মাহবুব বলেছেন: জনাব রুয়েটিয়ান সাহেব এর মনে হয় মোবাইলে থ্রি একস দেখার বদ স্বভাব আছে তাই গায়ে লেগেছে।ভাই আগামী প্রজন্ম নষ্টের পথে লিখার মাধ্যমে একজনকে ও যদি সচেতন করা যায় এটাই আমার সাফল্য।আর নোংরা ভাষা ব্যবহার না করে লিখার চেষ্টা করলেও বিষয় গুলো এতো সেনসেটিভ যে ভাষা এমনিতেই চলে আসে।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

আমি সাজিদ বলেছেন: অন্যকে সচেতন করার পাশাপাশি আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, আমি ঠিক আছি কিনা।তাই না রশিদ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.