নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল পথটা সব সময় কঠিন মনে হয়।

রশিদ মাহবুব

সব সময় খুঁজছি নিজেকে

রশিদ মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ধূসর স্বপ্ন

১৩ ই জুন, ২০১৫ রাত ৯:২০

স্বপ্ন দেখে না এমন মানুষের সংখ্যা বোধ হয় এ জগতে একটি ও নেই।কতো কতো স্বপ্ন একেক জনের তবে হাতে গোনা কিছু ব্যক্তি ছাড়া আর সবার স্বপ্ন ই ধূসর চাদরে ঢাকা পড়ে যায় বাস্তবতার নির্মমতার কষাঘাতে।আজ দেশে আড়াই লাখ সার্টিফিকেটধারী তরুণ বেকারত্বের অভিশাপে জর্জরিত।তাদের স্বপ্ন আজ বিবর্ণ।২০১৭ সাল নাগাদ এ বেকার সম্প্রদায়ের সংখ্যা হবে প্রায় সাড়ে পাঁচ লাখ।আত্মকর্ম সংস্হান এর জন্য পুঁজির অভাব,মামা চাচা আর ঘুষ বাণিজ্যে স্বপ্ন যেন পুঁড়ে ছাই।ঝুঁকি নিয়ে বিদেশ যেতে গিয়ে হতে হয় লাশ।দেখার কেউ নেই।শোনার কেউ নেই এ ধূসর স্বপ্নের মানবদের কথা।বেকারত্ব ঠেলে দিচ্ছে হতাশার দিকে আর হতাশা ঠেলে দিচ্ছে আপরাধের দিকে।এখনো সময় আছে হয়তো কিছু একটা করার।তবে কে করবে?কিভাবে করবে তাই জানার বিষয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.