![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ প্রকৃতির মাঝে সবচেয়ে অসহায় প্রাণি।সব সময় অনিরাপত্তা এদের সঙ্গী।এরা নিরাপত্তা খোঁজে চারপাশে তা সে পারিবারিক হোক বা সামাজিক।আর এ নিরাপত্তা নিশ্চিত করতে তারা বেছে নিয়েছে ধর্মকে।অন্ধ অনুকরণ আর অনুসরণ রীতিনীতি আঁকড়ে আছে শতাব্দীর পর শতাব্দী।বিশ্বব্রক্ষান্ড যতদিন থাকবে ততোদিন চলতে থাকবে এ নিরাপত্তা খোঁজার এক মাত্র অস্ত্রকে ব্যবহার করা।এ অস্ত্র যে কতটা মারাত্মক হয়ে ওঠে অপব্যবহারের ফলে তার উদাহরণ ইতিহাসের পাতায় আছে।কাঠমোল্লা,পুরহিত,ফাদার বা ভিক্ষু এরা হলেন ধর্মের প্রধান রক্ষক এবং সুবিধাভোগী।এরা নিজেরা ধর্মকে রুপান্তরিত ও বিকৃত করে ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থে।এদের কথার বাইরে নুন থেকে চুন হলে অধর্ম হয় এবং পরকালে তো বটে, ইহকালেও নেমে আসে নির্যাতন ও নিপীড়ন।এ বিজ্ঞানের যুগে বসে এখন ও অবৈজ্ঞানিক যতো উদ্ভট,যুক্তি তর্কহীন যতো কথা বিশ্বাস করতে হয় শুধু মাত্র ধর্মের দোহাই এর কারণে।এ যেন এক অসম যুদ্ধ ধর্ম এবং অধর্মের।আর এ যুদ্ধের ফলাফল আধুনিক এবং সচেতন মানুষের রক্তে প্রবাহ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
" মানুষ প্রকৃতির মাঝে সবচেয়ে অসহায় প্রাণি। "
-মনে হয় না।