নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল পথটা সব সময় কঠিন মনে হয়।

রশিদ মাহবুব

সব সময় খুঁজছি নিজেকে

রশিদ মাহবুব › বিস্তারিত পোস্টঃ

কবে মিলবে আলোর পথ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

সভ্য হওয়ার যে সংগ্রাম প্রগৈতাহাসিক কাল থেকে চলছে তার কোন সমাপ্তি বা ফলাফল আজও দেখা মিলেনি।যা কেবল অর্জন করেছি তা হচ্ছে সভ্য হওয়ার সার্টিফিকেট।বস্তুত আমরা সেই আদিম,অসভ্য বর্বর রয়ে গেছি অর্থাৎ যে আঁধারে ছিলাম সেখানে রয়ে গেছি।তাহলে এত এত উৎকর্ষতা আর উন্নয়ন কিভাবে হলো বলে অনেকে গলা উজাড় করে চিৎকার করে জানতে চাইতে পারেন।অতীতে যখন আমরা লজ্জা নিবারণ এর জন্য লতা পাতা ব্যবহার করতাম আজ সভ্য হওয়ার নামে কৃত্রিম তন্তু ব্যবহার করছি মাত্র কিন্তু আমাদের ভেতর যে অসভ্য সত্তার বাস,যে লোভী,যৌন পিয়াসি রাক্ষস আর হিংস্র সত্তার বাস তা কখন ও আলোর মুখ দেখেনি।সেই আদি,অকৃত্রিম বর্বর,ধর্মান্ধ আর পরনিন্দাকারীই রয়ে গেছি।কাগজেকলমে সভ্য,সার্টিফিকেটধারী আর আধুনিক হয়েছি তবে প্রকৃত আলোর দেখা মিলেনি আজও।কবে মিলবে আলোক বর্তিকা?কবে মিলবে প্রকৃত সত্তাগত মুক্তি?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

আখেনাটেন বলেছেন: এভাবেই হয়ত এগিয়ে যাবে আরো অনেক শতাব্দী ধ্বংস ও সৃষ্টির মাধ্যমে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আলোকে খুঁজতে হবে। ভালমত তালাশ করতে হবে। আলো নিশ্চয়ই আছে। হয়ত আশেপাশেই আছে কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে চোখে পড়ছে না। অনেকেই খুঁজে পেয়েছে, পাচ্ছে, পাবে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: আমাএ ভাব্যে ভালো লাগে একদিন সব ঠিক হয়ে যাবে।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

রশিদ মাহবুব বলেছেন: মুক্ত অভিব্যক্তি প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.