নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ পৃথিবী একবার পায় তারে...

রাতগুলো আমার , দিনগুলো সৎ মানুষের !!

দুর্বৃত্ত

সেখানে ছিলাম আমি,আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;আমি ক্লান্ত প্রাণ এক,চারিদিকে জীবনের সমুদ্র সফেন!

দুর্বৃত্ত › বিস্তারিত পোস্টঃ

সোনার তরী

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

সতর্কতা সংবিধি : ভুলেও ভাববেন না এটা আমার কবিতা....... :p





গগনে গরজে মেঘ, ঘন বরষা।

কূলে একা বসে আছি, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা

ধান-কাটা হল সারা,

ভরা নদী ক্ষুরধারা

খরপরশা--

কাটিতে কাটিতে ধান এল বরষা॥

একখানি ছোটো খেত,

আমি একেলা---

চারি দিকে বাঁকা জল

করিছে খেলা।

পরপারে দেখি আঁকা

তরুছায়ামসী-মাখা

গ্রামখানি মেঘে ঢাকা

প্রভাতবেলা---

এপারেতে ছোটো খেত,

আমি একেলা॥

গান

গেয়ে তরী বেয়ে কে আসে পারে!

দেখে যেন মনে হয়, চিনি উহারে।

ভরা পালে চলে যায়,

কোনো দিকে নাহি চায়,

ঢেউগুলি নিরুপায়

ভাঙে দু ধারে---

দেখে যেন মনে হয় চিনি উহারে॥

ওগো, তুমি কোথা যাও কোন্

বিদেশে?

বারেক ভিড়াও তরী কূলেতে এসে।

যেয়ো যেথা যেতে চাও,

যারে খুশি তারে দাও---

শুধু তুমি নিয়ে যাও

ক্ষণিক হেসে

আমার সোনার ধান কূলেতে এসে॥

যত চাও তত লও তরণী-পরে।

আর আছে?--- আর নাই, দিয়েছি ভরে॥

এতকাল নদীকূলে

যাহা লয়ে ছিনু ভুলে

সকলি দিলাম তুলে

থরে বিথরে---

এখন আমারে লহো করুণা ক'রে॥

ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী

আমারি সোনার

ধানে গিয়েছে ভরি।

শ্রাবণগগন ঘিরে

ঘন মেঘ ঘুরে ফিরে,

শূন্য নদীর তীরে

রহিনু পড়ি---

যাহা ছিল নিয়ে গেল সোনার

তরী

………………

……………

……………

অনেক প্রিয় একটা কবিতা এটা .....

তাই লিখলাম

...........

♥♥

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: স্বপ্নেও ভাবিনা এটা তোমার কবিতা ভাইয়া।

তবে ছোট থেকে এ কবিতা আমারও অনেক প্রিয়!!:)

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

দুর্বৃত্ত বলেছেন: যতবার পড়ি, কি যে ভাল লাগে………
তোমারও প্রিয় জেনে অনেক ভালো লাগছে
:D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.