![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেখানে ছিলাম আমি,আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;আমি ক্লান্ত প্রাণ এক,চারিদিকে জীবনের সমুদ্র সফেন!
মরুভূমির কাপন দেখেছি,
দেখেছি রুক্ষতার আনন্দ।
তোমাকে আমি হঠাৎ পেয়েছি,
হারিয়েছি সব ছন্দ।
তপ্ত বালুতে ফুটতে দেখেছি
রক্ত রঙ্গিন ফুল।
হঠাৎ হাওয়ায় উড়তে দেখেছি,
তোমার খোলা চুল!
ভাঙ্গল আমার ভুল!
বৈরাগ্যকে ভালবেসেছি
ভালোবেসেছি তোমাকে,
তোমাকে আমার সবই দিয়েছি,
ভালবাসার এক ফাকে ।।
আমার দ্বারা নাকি রোমান্টিক
কবিতা লেখা সম্ভব না।
আমার কবিতার বিষয়বস্তু
নাকি অতি প্যাচাইনা। আচ্ছা,
এইটা কি রোমান্টিক
কবিতা না(আগে বলেন,
এইটা কবিতা কিনা)?
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
দুর্বৃত্ত বলেছেন: আসলেই আপু?
অনেক ধন্যবাদ ।
ভাল থেক
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর রোমান্টিক কবিতা লিখছেন +++++
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
দুর্বৃত্ত বলেছেন: সুন্দর মন্তব্য এর জন্যে অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন। প্লাস এর জন্য আরও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
ফুল পরী বলেছেন: আরে কে বলল রোমান্টিক কবিতা লেখা সম্ভব না? এই যে লিখেছেন। অন্নেক রোমান্টিক