নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

নারী ! আর কত অধিকার লাগবে?

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

নারীরা যদি শুধুমাত্র নারী হওয়ার কারনে-;)



¤বাসে সংরক্ষিত আসন পেতে পারে;)



¤বিধবা ভাতা পেতে পারে:((



¤ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পেতে পারে:P



¤চাকুরীতে ১০% কোটা পেতে পারেX((



¤অপরাধের শাস্তির



ক্ষেত্রে কঠোরতা থেকে মুক্তি পেতে পারে:D



¤রিমান্ডের শারীরিক শাস্তি থেকে মুক্তি লাভ



করতে পারে:-/



¤শিক্ষা অর্জনের ক্ষেত্রে আর্থিক ছাড় পেতে পারেB-)



¤নারীনির্যাতন মামলার সুবিধা লাভ করতে পারে



¤ব্যাংক থেকে SME নামক সংরক্ষিত ঋন



পেতে পারে



তাহলে নারী হওয়ার কারনে শালীনতা রক্ষার জন্য



গায়ে একটা ওড়না পড়তে কেন তাদের এত অনীহা?X((



কেন তখন বলা হয় তাদের সমধিকার নারীর অধিকার? যদি সমধিকারই হয়



তাহলে রিমান্ডে নিয়ে পুরুষের যেভাবে পিঠের ছাল



উঠিয়ে নেয়া হয় নারীকে কেন ঐরকম



শাস্তি দেয়া হয়্না?



দেয়া হয়্না কারন পুরুষের অর্ধেক শাস্তিও



যদি নারীকে দেয়া হয় তাহলে তৎক্ষনাত তার স্পট



ডেড হয়ে যাবে। নারীকে ছয় মাসের মাতৃত্বকালীন



ছুটি দেয়া হয় কারন প্রাকৃতিক



কারনে নারী হিসেবে তার ঐ সুবিধার প্রয়োজন



পুরুষের নয়।



তাহলে প্রকৃতিগত কারনে সৃষ্ট তার দেহের



ভিন্নতাকে নারী হিসেবে যখন ঢেকে রাখার প্রশ্ন



আসে তখন কেন সমধিকারের প্রশ্নটি আসে?



নারী হওয়ার কারনে যদি পুরুষের তুলনায় এত



রাষ্ট্রীয় সুবিধা করতে পারে তাহলে নারী হওয়ার



কারনে কেন পুরুষের তুলনায় নিজেকে ঢেকে রাখতে এত

গ্যাষ্ট্রিক উঠে যায়??

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

কলম.বিডি বলেছেন: হেডিং দেখে বকা দিতে এসে দেখি কথা খারাপ লিখেন নাই। একটা কথা, নারী-পুরুষ সবাইই তার চোখকে নিয়ন্ত্রণ করবে এটাও কিন্তু সমধিকার!

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

অণুষ বলেছেন: ঠিক। তবে আমার নিজস্ব মতে, নারীরা যদি নিজেদের গুছিয়ে রাখে, তবে ধর্ষণের হার ৫০% নেমে যাবে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

খায়ালামু বলেছেন: একই প্রশ্ন আমারো
প্রকৃতিগত কারনে সৃষ্ট তার দেহের ভিন্নতাকে নারী হিসেবে যখন ঢেকে রাখার প্রশ্ন আসে তখন কেন সমধিকারের প্রশ্নটি আসে?

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

অণুষ বলেছেন: আমিও এইডা কইতাম চাই কিন্তু সাহস পাইনা। B-)) B-))

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২

কলম.বিডি বলেছেন: আর পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করলে ১০০%। তবে সবাইই করবে এটাও তো আশা করা যায় না। সুতরাং আসেন ১।নিজে করি, ২। অপরকে করতে বলি, ৩। কেউ আমার সামনে সভ্যনা থাকতে পেরে আরেকজনের অধিকার নষ্ট করলে প্রথমে বলি, তর্ক করলে সমবেতভাবে তাকে বানাই!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অণুষ বলেছেন: :#) :#)

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

পুংটা বলেছেন: আপনার বয়সতো কম.... বিয়ে করেন, বউয়ের সামনে বসে এমন পোষ্ট লিখলে বুঝতে পারবেন যে সমাজে দাপট কার বেশী। /:)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

অণুষ বলেছেন: পাগলে পাইছে ? বউএর সামনে এইসব করমু।

বুঝেননা এই কারনেই তো বিয়ার আগে যা কইবার কইতাছি। ;) ;) ;) :D :D B-))

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

অস্তিত্বহীন বলেছেন: ভাই, বেশি কিছু বইলেন না। চুলটানা চামাল আসেপাশে থাকতে পারে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

অণুষ বলেছেন: |-) |-) :P :P /:) :( :( :( :( :( :( :(

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

মেটাল বলেছেন: এই নারী Dominating যুগে , আমার বউরে মাঝে মাঝে ভিন গ্রহের প্রাণী মনে হয় :!> :!> । সবই আল্লাহর ইচ্ছা B-) B-)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯

অশান্ত কাব্য বলেছেন: নারী ডমিনেটিং যুগ... লুল... মেটাল ভাইয়ের কমেন্ট টা জোস । :D

আর পোস্ট নিয়া যদি বলি তাহলে বলা লাগে কিছু জায়গায় নারীরা প্রাপ্য থেকে বেশী পায়... আবার কথাও কম । B:-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

অণুষ বলেছেন: :p :p :p

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯

চন্দ্রা৯২ বলেছেন: পোশাকের ব্যপারে কোন কথা বলতে চাচ্ছি না। তবে আপনার কি মনে হয় আমাদের দেশের নারীদের যেসব সুবিধার কথা বলেছেন সেগুলো বাংলাদেশের সমস্ত অঞ্চলের নারীরা ভোগ করতে পারছে ?

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

অণুষ বলেছেন: কেন লেখার সাথে মিলে যায় নাকি????????????????

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

চন্দ্রা৯২ বলেছেন: নারী দের প্রতি এতো খোভ কেনো ভাইয়া =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

অণুষ বলেছেন: যা হাছা তাই কইলাম এতে খোবের কি আছে। আপনে তো দেখি তাহাদের পক্ষ লইতাসেন। অইডা না কইরা দুই-এক দিন উচিৎ কতা কইলে কিচ্ছু হয়না।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

তারেক বলেছেন: কিছু কমু না

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

অণুষ বলেছেন: আমারও কিসুই কইতে মন চাইএচ্ছেনা =p~ =p~ =p~ =p~ =p~

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

বন্ধুহারা বলেছেন: কিছু কমু না +++

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

বন্ধুহারা বলেছেন: কিছু কমু না ++

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

অণুষ বলেছেন: কওয়ার দরকার নাই ভাই

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: বোবার কুনো শত্রু নাইক্কা..... /:)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

অণুষ বলেছেন: :-B :-B :-B

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ইসলামেও নারীদের ৭৫% অধিকার দেয়ার কথা বলে ...বাকি ২৫% পুরুষের জন্য ... ;) #:-S |-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

অণুষ বলেছেন: এইডাতো চুলতানা কামালের মত আজাইরা কর্মীরা মানতে চায়না।
তানারা পারলে আরও ৭৫% দাবি করত।
B:-/ B:-/ :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.