নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃত বচন বনাম ছাগুনিয় বচন !:-*:-*

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

আসল ঘটনাঃ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে ছেলে মেয়ে, বুড়ো সহ হাজার হাজার মানুষের গণ জমায়েত

ছাগুয়ীয় বচনঃ সব ভাড়া করা নাস্তিক মুরতাদদের সমাবেশ । পোলারা সব নাস্তিক মুরতাদ মেয়েরা সব বেশ্যা



আসল ঘটনাঃ মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি আর তাদের দোসর জামায়াত-শিবিরের নিষিদ্ধের দাবিতে একাত্নতা প্রকাশ ।

ছাগুয়ীয় বচনঃ মোমবাতি প্রজ্জালন হিন্দু রিতী । এর চেয়ে কোটি কোটি টাকা খরচ করে কেনা মোমবাতিগুলো লোডশেডিং এর বিরুদ্ধে আন্দোলনে ব্যবহার করা যেত



আসল ঘটনাঃ তিন মিনিট হাতে হাত রেখে নীরবতা পালনের মাধ্যমে সারাদেশের মানুষের শাহবাগ আন্দোলনের সাথে একাত্নতা প্রকাশ ।

ছাগুয়ীয় বচনঃ পিছিয়ে পড়া দেশটা পিছিয়ে গেল আরো তিন মিনিট



আসল ঘটনাঃ শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে বেলুনের মাধ্যমে তা উড়িয়ে দেয়া হয়েছে

ছাগুয়ীয় বচনঃ মৃতমানুষদের উদ্দেশ্যে এভাবে চিঠি পাঠানো খেলা মৃতব্যাক্তিদের প্রতি অসম্মান । আল্লাহর ক্ষমতার সাথে শিরক করা, ইসলাম এটা সমর্থন করে না



আসল ঘটনাঃ পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা বাইবেল ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু শাহবাগের মহাসমাবেশ ।

ছাগুয়ীয় বচনঃ এক সাথে সকল ধর্মের বাণী পাঠ মানে হল এটি বিশ্ব ধর্ম প্রকৃত পক্ষে যার কোন অস্তিত নেই । এরা না মুসলিম,না হিন্দু,না খ্রিস্টান না বৌদ্ধ । ধর্মের চরম অবমাননা । আগেই কইছিলাম এইটা নাস্তিকদের সমাবেশ



যুগে যুগে জামায়াত-শিবিরের চ্যালা চামচা তথা ছাগু ছাগবান্ধরা স্রষ্টার দেয়া মাথাটাকে গোবর দিয়ে মিশিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এসেছে । এদের একটা কথা আপনি কান দিয়ে ঢুকিয়েছেন তো ধরে নেন প্রথম গোবরের স্যুপটা আপনি খেয়ে ফেলেছেন । এদের পাছায় মোমবাতির আগুন দিয়ে পুটু মারাটাই আপনার মস্তিষ্কের সর্বোত্তম ব্যবহার

(c)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

সৈকত১১ বলেছেন: ভাই আসলেই একটি মাল্টি জিনিয়াস...
কথা হলো ছাগুর বাচ্চারা যেভাবে কথা বলে তাতে আপনার শেষ ডায়লগটিই প্রযোয্য...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

অণুষ বলেছেন: হুমমমমমমম B:-) B:-)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ++++++

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

শাকিল ১৭০৫ বলেছেন: যুগে যুগে জামায়াত-শিবিরের চ্যালা চামচা তথা ছাগু ছাগবান্ধরা স্রষ্টার দেয়া মাথাটাকে গোবর দিয়ে মিশিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এসেছে । এদের একটা কথা আপনি কান দিয়ে ঢুকিয়েছেন তো ধরে নেন প্রথম গোবরের স্যুপটা আপনি খেয়ে ফেলেছেন । এদের পাছায় মোমবাতির আগুন দিয়ে পুটু মারাটাই আপনার মস্তিষ্কের সর্বোত্তম ব্যবহার

ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.