নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

আপনার সিম নাম্বার কি ভুলে গেছেন? আপনি কোন প্যাকেজের আওতায় তাও জানেননা? নো টেনশন।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪

আমরা অনেক সময়ই আমদের মোবাইল এর নাম্বারটা ভুলে জাই।এবং আমরা মোবাইল এর কোন ট্যাঁরিফ এর আওতাভুক্ত আছি তা জানিনা।



সীম কার্ডকে মোবাইলের অপরিহার্য অংশ বা প্রাণ বলা যায়। আমাদের অনেকেই বিভিন্ন সুবিধা গ্রহণের জন্য দু -চারটা সীমকার্ড কিনে বা সংগ্রহ করে থাকি। যার সবগুলো সবসময় ব্যবহার করা হয় না । অনেক দিন ব্যবহার না করার ফলে বা অন্য কোনো কারনে দেখা যায় প্রায় সময় আমরা নাম্বার গুলো ভুলে যাই। সীমে টাকা অথবা মেয়াদ না থাকার কারনে আমদের পহ্মে জানা সম্ভব হয়না যা অনেক সময় প্রয়োজনীয় সময়ে বিপদে ফেলে দেয় । অনেকে হয়তো বলবেন কার্ড কিনে নিলেই তো হবে ,আর যদি দোকানে কার্ড না থাকে তখন কি করবেন ???



হয়তো অনেকে জেনে থাকবেন তবে যারা জানেন না তাদের উপকারের জন্য আমার এই তথ্যগুলো শেয়ার করা। আপনি আপনার সিম অনুসারে অনুসারে বিভিন্ন কোড ব্যবহার করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। কোডগুলো হল:;)



:-/

জিপি = *২#

জিপি= *১১১*৮*২# (প্রি-পেইড)

জিপি= *১১১*৮*৩# (পোস্ট-পেইড)



রবি = *১৪০*২*৪# অথবা কল করুন ১২০০ নাম্বারে এবং ৪ চাপুন।



বাংলালিংক = *৫১১#



এয়ারটেল = *১২১*৬*৩#



টেলিটক= “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।;);)



আর আপনাকে আপনার সিমের বর্তমান প্যাকেজটি জানতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে :



জিপি = p লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে । অথবা *১১১*৭*২#



রবি = *১৪০*১৪#



বাংলালিংক = *১২৫#



এয়ারটেল = *১২১*১*১*১#



টেলিটক= “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।

সকল সার্ভিস সম্পূর্ণ ফ্রি।:D:DB-)

যত খুশি সিম ব্যাবহার করুন নাম্বার আর ভুলবেন না কখনও।

:|বি: দ:- postpaid(ROBI,BANGLALINK,AIRTEL) এ কাজ করবে না।/:)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৭

রিফাত হোসেন বলেছেন: সিম পুরান হলে কি করা যায় ? মানে ব্লক হয়ে গেলে অটো তখন ? (অনেকদিন বা বছর টাকা না ভরলে যা হয়। :( )

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

অণুষ বলেছেন: ওইটা আমার জানা নাই, একটু কষ্ট কইরা টাকা খরচ কইরা কাস্টমার কেয়ার থেইক্কা জাইনা লন। #:-S #:-S

২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৭

রিফাত হোসেন বলেছেন: +

৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১১

জানজাবিদ বলেছেন: জিপির বেলায় XP না, শুধু P হবে।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

অণুষ বলেছেন: ধন্যবাদ ভুলটা ধইরা দেবার জন্য। এখনি ঠিক করতেছি।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: পোস্টপেইড বাংলালিংক এ কাজ করছে =p~ =p~ =p~

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

অণুষ বলেছেন: তাহলে তো আপনি ভাগ্যবান।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

একাকী বালক বলেছেন: টেলিটক "tar" লিখে পাঠাতে হয়।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

অণুষ বলেছেন: ধন্যবাদ

৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

হতাশ নািবক বলেছেন: ধন্যবাদ !!!!!!!!!!!!!!!!!!!!!!

৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৪

রিফাত হোসেন বলেছেন: ৬----১০টা সিমের ব্যাপারে আমার পক্ষে সম্ভব না, মানে এত ঝামেলায় যাব না, বাংলাদেশ তো :)

সহজ পদ্ধতি থাকলে ভাল হইত আর কি । :)

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

আমি তুমি আমরা বলেছেন: গুড পোস্ট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.