নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে চালু হল আরও একটি দুই টাকার নোট।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৬

আগামী ৩ এপ্রিল বাজারে আসছে দুই টাকা মূল্যমানের নতুন সরকারি কারেন্সি নোট।

অর্থ সচিব ফজলে কবিরের স্বাক্ষরে ছাপানো নতুন এ নোট প্রাথমিকভাবে মতিঝিল বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হবে। পরে এ নোট বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও জনসাধারণের জন্য ছাড়া হবে।;););)

নতুন দুই টাকা নোটে অর্থ সচিবের স্বাক্ষর ছাড়া রঙ, জলছাপ, নিরাপত্তা সুতা, নকশা, আকার ইত্যাদি বর্তমানে প্রচলিত দুই টাকা নোটের সবকিছুই বিদ্যমান থাকবে। ইস্যুকৃত নতুন দুই টাকার নোট এবং বর্তমানে প্রচলিত দুই টাকার নোট লিগ্যাল টেন্ডার হিসেবে চালু থাকবে।:):D





সুত্রঃ ডেইলি সান, ইউএনবি কানেক্ট।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

সাদা কলো বলেছেন: আরও একটা ভিউ কার্ড আসছে।

২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৫

নীল বরফ বলেছেন: এই ২ টাকা দিয়ে কি কেনা যেতে পারে!টং দোকান থেকে এক কাপ চা!।নরম হয়ে আসা পাকা কলা!। আজকাল অন্ধ ভিখিরিকেও ২ টাকা দিলে মিনমিনে স্বরে প্রতিবাদ শুনতে হয়। B:-/ B:-/ B:-/

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

অণুষ বলেছেন: আর কিছু পাওয়া না গেলেও আমি নিশ্চিত দুই টাকায় ১ টা বলাকা ব্লেড পাওয়া যাবে। :-P :-P :-P :-P

৩| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৯

আশিক মাসুম বলেছেন: সাদা কলো বলেছেন: আরও একটা ভিউ কার্ড আসছে।



=p~ =p~ :P ঠিক ।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৫

স্টেনটোরিয়ান বলেছেন: ১ টাকা এবং ২ টাকার নোটের পরিবর্তে কয়েন চালু করা উচিৎ।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

অণুষ বলেছেন: না ভাই আমি আপনার লগে একমত হইতে পারলামনা। কারন আমি পকেটে কয়েন রাখতে পারিনা হারাইয়া যায়।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

সায়মন এ শুভ বলেছেন: এই নোট টা আগে দেখছি মনে হয়।

৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১

পথহারা সৈকত বলেছেন: ১ টাকা এবং ২ টাকার নোটের পরিবর্তে কয়েন চালু করা উচিৎ।

৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ২ টাকার নোট বানাইতে তো মনে হয় ৫ টাঁকা খরচ হইবেক

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

অণুষ বলেছেন: কেডা জানে কত খরচ হয়। আমিতো বানাইনাই। যারা বানাইছে হেগরে গিয়া জিগান। :-< :-< :-<







মাইন্ড খাইয়েননা। মজা লইলাম।

৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

আহমেদ নিশো বলেছেন: নীল বরফ বলেছেন: এই ২ টাকা দিয়ে কি কেনা যেতে পারে!টং দোকান থেকে এক কাপ চা!।নরম হয়ে আসা পাকা কলা!। আজকাল অন্ধ ভিখিরিকেও ২ টাকা দিলে মিনমিনে স্বরে প্রতিবাদ শুনতে হয়।

৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

মমি বলেছেন: ২ টাকায় দেশে কিছুই পাওয়া যাই না । তাই এত টাকা খরচ করে এ নোট বানানোর দরকার কি? X( X( X(

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

অণুষ বলেছেন: তারাই জানে কোন দুঃখে এই ২ টাকার নোট বানাইল।

১০| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

তানজিমস্‌ বলেছেন: নতুন জিনিস আসছে কিছু ফ্রী স্যাম্পলিং হবে নিশ্চয় :#) :#) :#) ... বাজ্ঞালীতো ফ্রী-র উপর অগাধ ভালবাসা পোষণ করি তাই :!> ... লাইনে খাড়াইলাম :P ...

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

অণুষ বলেছেন: অই মিয়া আর কি ফ্রি চান, দুই টাকা দিয়া আপনি বঙ্গবন্ধুর ছবি আর বাংলাদেশের অর্থ-সচিবের অটোগ্রাফ পাইছেন। আপনেরে দুই টাকায় আর কত ফ্রি দিব? :D :D :D :D :D :D

১১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

ওপেস্ট বলেছেন: সাদা কলো বলেছেন: আরও একটা ভিউ কার্ড আসছে।

১২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

িট.িমম বলেছেন: সাদা কলো বলেছেন: আরও একটা ভিউ কার্ড আসছে।

১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: আমার একটা লাগপে :-P

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

অণুষ বলেছেন: লাইনে খারাইতে হইব :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.