নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুষ

অণুষ

কখনো নিজেকে মানুষ মনে হয়, আবার কখনো ক্ষুদ্র অণুজীবের চেয়ে নিকৃষ্ট মনে হয়। তাই আমি অণুষ

অণুষ › বিস্তারিত পোস্টঃ

আমার দেশ পত্রিকা বন্ধে কি সরকারই পুরোপুরি দায়ী ?

২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

আমি এতদিন মনে করতাম, সরকার আর যাই করুক "আমার দেশ" পত্রিকাটি বন্ধ করা তাদের উচিৎ হয়নি। দেরিতে হলেও অবশেষে আমার ভুল ভাঙল। আমার দেশ যে সকল অপপ্রচার শুরু করেছিল এছাড়া সরকারের আর কোন উপায় ছিলোনা বলে এখন আমি মনে করি ।

একটু খেয়াল করুন আমার দেশ পত্রিকার শিরনামগুলিঃ

৯ ফেব্রুয়ারি আমার দেশের শিরোনাম ছিল- ‘শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি: গৃহযুদ্ধের উস্কানি’।

১৮ ফেব্রুয়ারি প্রধান শিরোনাম ছিল- ‘ভয়ঙ্কর ইসলামবিদ্বেষী ব্লগারচক্র’।

১৯ ফেব্রুয়ারি- ‘ব্লগারদের ইসলামবিদ্বেষী প্রচারণায় আলেমদের ক্ষোভ: নাস্তিকদের প্রতিরোধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা’।

২০ ফেব্রুয়ারি- ‘ব্লগে নাস্তিকতার নামে কুৎসিত অসভ্যতা’।

২১ ফেব্রুয়ারি- ‘শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির জন্য শাস্তি : রাসুল (সা.) অবমাননাকারীদের বাহবা!’।

২২ ফেব্রুয়ারি- ‘ধর্ম ও আদালত অবমাননা করছে ব্লগারচক্র’।

২৫ ফেব্রুয়ারি- ‘পুলিশের নির্বিচারে আলেম হত্যা: স্বতঃস্ফূর্ত হরতাল’।



২৩ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ হয়- ‘রাসুল (সা.) অবমাননার প্রতিবাদে গণবিস্ফোরণ: গাইবান্ধায় নিহত ৩ সিলেটে ১ ঝিনাইদহে ১ সারাদেশে আহত ৪ হাজার’।



সাধারণ জনগণকে তারা কিভাবে উস্কে দিয়েছিল তাদের নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য। সুকৌশলে আমাদের আবেগ নিয়ে খেলা করছে আমার দেশ পত্রিকা।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকের এই বাংলাদেশের বিশৃঙ্খল অবস্থার জন্য অনেকটাই দায়ী এই আমারদেশ পত্রিকা।

আরও বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।

**আমার এই লেখাটি পরে দয়া করে আপনারা আমাকে বিশেষ কোন গোত্র বা গুষ্টির লোক ভেবে ভুল করবেননা। লেখাটি সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। কাউকে আক্রমন করার কোন ইচ্ছে আমার নেই**

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫

এ জাফর বলেছেন: লেখকের কাছে আমার একটি সাদামাটা প্রশ্ন, আমি যদি কাউকে চটকানা (থাপ্পর) দেই আর এতে যদি লোকটি ব্যাথা পায় তাহলে কি আমি পুরোপুরি দায়ী?

২০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

অণুষ বলেছেন: সেটা নির্ভর করবে থাপ্পড় দেবার উদ্দেশ্য কি তার উপর।

২| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: পুরো দেশ ধংস করার চেষ্টাকে যদি দেশপ্রেম বলা হয় তাহলে মাহমুদুর শয়তানের দূতটাকে মুক্তি দেয়া উচিত।

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

অণুষ বলেছেন: ঠিকই কইছেন

৩| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২

ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমার দেশ পত্রিকা বন্ধে আমার দেশ পত্রিকা ই দায়ী...........

৪| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

প্রতিবাদী_কন্ঠ বলেছেন: আমি বুঝিনা, একজন বুয়েটিয়ান কিভাবে এতো নিচু মানষিকতার লোক হতে পারে?

৫| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

সৌভিক ঘোষাল বলেছেন: মৌলবাদের কড়া জবাব প্রাপ্য। পত্রিকা বন্ধ করা তো প্রথম ধাপ। এমন শাস্তি দিতে হবে যে ধর্ম নিয়ে উস্কানিমূলক বাতাবরণ তৈরি করার আগে যেন বহুবার ভাবতে হয়। সাধারণ মানুষ নিজের বিশ্বাসমতো ধর্মপালন করবেন, বা করবেন না। তাতে কারো কিছু বলার নেই। কিন্তু ইসলামকে বাঁচাতে হবে, হিঁদুয়ানি রক্ষা করতে হবে, এসব দায় কাঁঢে নিতে চাইছে যারা তাদের সবক শেখানো দরকার।

৬| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

ফাহীম দেওয়ান বলেছেন: @ এ জাফর -

আপনি যদি কাউকে উষ্কানি দিয়ে কোন বিশেষ স্বার্থে তাকে ধংষাত্মক কাজে উৎসাহী করে তুলেন যা কিনা কোন শান্তি পুর্ন ভাবেও করা যেত, তাহলে আপনাকে কি দায়ী করা যায় ?

আবার আপনার প্রশ্নের মতো করে যদি বলি, আপনি যদি কাউকে খুন করার চেষ্টা করেন এবং এ কারনে সে ব্যাক্তি যদি মারা যায়, তাহলে আপনাকে কি দায়ী করা যায় ?

প্রশ্ন করলে অনেক ভাবেই করা যায়, কিন্তু কোনটা কোথায় প্রযোজ্য সেটা বুঝে করাই উচিৎ।

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০

অণুষ বলেছেন: সহমত

৭| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

Crazy তৌফিক বলেছেন: দেশের প্রায় সবকটি পত্রিকায় এমন খবর ছাপানো হয়েছিলো সেই সময়। আমার দেশ বন্ধের পর সব সংবাদপত্র চুপটি মাইরা গেছেগা! হাসানুল হক ইনুর আজকের সংবাদ সম্মেল নিশ্চয় শুনেছে? আপনে যা উল্লেখ করেছে এগুলোর জন্য পত্রিকাটি বন্ধ করা হয়নাই।বন্ধ করা হয়েছে গোপন তথ্য ফাস করার কারনে!
যে চুরি করেছিলো তার কোন শাস্তি হইলোনা আর যে চোর ধরাইয়া দিছে তারেই রিমান্ডে??? :P :P B:-)

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অণুষ বলেছেন: গোপন তথ্য কি ফাঁস হইছে আমরা জানিনা। ফাও গুজব অনেক বলা যায়। আমি যে কারন গুলি উল্লেখ করলাম তা কি পত্রিকাটি বন্ধ করার জন্য যথেষ্ট নয়?

৮| ২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: আর যে সব প্রত্রিকা শাহাবাগি দের উস্কে দিয়েছিল ...আদালত এর বিপক্ষ তাদের কি করা উচিত???

আর আমাদেশ এই শিরনামে কোন মিথ্যা কথা বলে নাই...

ধর্ময়ি উস্কানি কি আবার,লাগাতা আমাদের ধর্ম নিয়ে যারা কুটউক্তি করে তার উস্কে দেয় ,আর তাদের নিয়ে সত্য রিপোট করলে..সেটা উস্কে দেয় হয় ন??

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অণুষ বলেছেন: আপনার জবাব নিচের কমেন্টে দায়িত্ববান নাগরিক দিয়ে দিছেন। একটু কষ্ট করে পড়ে নিয়েন।

৯| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: আবু সাঈদ@ ব্যান খাওয়া ছাগু, উস্কানি কি এতই যদি বুঝতি তাহলে কি ছাগুগিরির জন্য ব্যান খাইতি। ব্যান খাওয়ার পরো আবার কমেন্ট করছ? কাঠালপাতা খাস বলেই উস্কানি কোনটা বুঝছ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.