| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম রহমান টিয়া
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ
রেদওয়ানা তাবাসসুম বহ্নি
আজ্ঞে বাবুমশাই,
এ্যকটে কথা শুধেবার চাই --
কচ্ছেলাম কি;
এ্যই যে এ্যত মিছিল,মিটিং,আয়োজন!!
সত্যি করে কনতো,এদ্দিন আমরা ছিলাম কোনজন??
আপনেগো ওই বিল্ডিং, বাড়ীর থামে,
গল্প কয় আমগো এ্যক এ্যাক কণা ঘামে,
তবু বাবু;চুন থেকে খসলে পান,
গালাগাল,আর লাথি-চড়ে,
খোয়া যায় বাপের দেয়া প্রাণ।
আমরা বাপু মুখ্য সুখ্য মানুষ
অত কি আর বুঝি!
দুই বেলা রোজ পান্তা নুনে
পরাণের সুখ খুজি।
বুঝি নে তোমাগো ওই স্লোগান,
দিবস ফিবস স্যা কি??
শ্রমিক দিবস!!
দূর ছাই,
পেটের মাঝে বহুত ক্ষিদা
থালা ভরা ভাত চাই ।
********
©somewhere in net ltd.