| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এম রহমান টিয়া
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ
#তোমারই_জন্য_আমি
@T #যুবরাজ_পাল_রাজু.........
***
তোমার জন্য রোদ হই আমি
তোমারই জন্য বৃষ্টি
তোমারই জন্য নিজেরে ভেঙে
নিজেরেই করি সৃষ্টি !!!
তোমারই জন্য চাতক হই
করি তোমারই প্রতিক্ষা,
তোমার জন্যই প্রহর গুনি
তবু ফুরায় না আমার অপেক্ষা।
তোমারই জন্য ফুল হয়ে ফুটি
তোমার অভাবেই ঝরি,
তোমার জন্যই নিয়ম ভেঙে
আবার নিজেই তো গড়ি ।
তোমার জন্য নিত্য জোয়ার
তোমার জন্যই ভাটা,
তোমারই জন্য হাজার পথ পেরোই
ফুটুক যতই কাঁটা ।
তোমারই জন্য মাটি হব আমি
তোমারই জন্য রণ-চন্ডি,
তোমারই জন্য ডিঙাবো সব
বাঁধা, ব্যূহ আর যত গন্ডি।
তোমারই জন্য আমি ষড় ঋতু
আসবো ফিরে ফিরে,
শুধু তোমারই জন্য এই আমি
কত বার গিয়েছি মরে !!!
{ ৯ই মে, ২০১৭ ইং মঙ্গলবার 
©somewhere in net ltd.