|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 এম এম রহমান টিয়া
এম এম রহমান টিয়া
	সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল । সবার উপর মানুষ
নিউজফিড জুড়ে যখন আমরা সবাই তাহসান-মিথিলা নিয়ে মাতামাতি করছিলাম ,আবার তাহসান-মিথিলার ডিভোর্স মানি না মানবো না এই টাইপ একটা ইভেন্ট !!!
ঠিক তখন ওইদিকে তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিক ভাইয়ার উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপে চিরতরে দুই চোখ হারিয়েছেন।মিডিয়ারও তেমন কোনো আনাগোনা দেখলাম না TV- তে। হয়তোবা এই নিউজে চ্যানেল রেটিং তেমন বাড়বেনা তাই। কোথায় আছি ভাবতে পারছেন?? ক্যাম্পাস জুড়ে ছেলেগুলো যখন বড় ভাই,প্রাণের ভাই বলে রোদ বৃষ্টিতে মিছিলে নামেন তখন সব কিছু ঠিকি থাকে কিন্তু যখন শিক্ষা-র(হোক সেটা পরীক্ষার লিখিত রুটিন চাওয়া বা হোক সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়) কোনো দাবি নিয়ে যেই মাঠে নামা হয় ওমনি কেউ আহত হয়,কেউ যায় জেলে,কেউ আবার চোখ হারান চিরতরে।
এখানে তখন আর সাহায্যের জন্যে ইভেন্ট হয়না!! হু কেয়ারস??শিক্ষার্থীদের মাইর খাওয়ার নিউজ এখন এটা রেগুলার তাই আর কিক নাই এইসব নিউজে! আবার অনেকে বলবেন ভালোই হইছে গেছে কেন আন্দোলনে? শখ পুরণ হইছে ।যা হচ্ছে এটা ফিউচারেও চলবে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.