![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ। http://ashrafi-mahbub.blogspot.com/
আজ ছবি তুলছিলাম শাহবাগ আর রমনা পার্ক এর রাস্তা যেখানে মিলেছে তার একটু আগে ৷ অল্প কিছু মানুষ ছিল ৷
জামাত শিবির এর গেট আপ এর এর ছেলে আমাকে এসে বল্ল
-- are you busy
আমি ছবি তুলছিলাম কিছুটা অবাক হয়ে বল্লাম জি বলেন ৷
-- আমি ইংরেজিতে একটা লিখা লিখেছি আপনি একটু আমার সাথে এসে দেখবেন কিছু কথা ছিল ৷
আমার কাছে কথা বার্তা বেশ সন্দেহ জনক মনে হওয়ায় আমি চোখ গরম করে তাকালাম ৷
সে ঘুরে হনহনিয়ে চলে গেল ৷
আমার মনে হয় কোনো এরা কোনো রকম স্যাবটাজ করতে চাচ্ছে ৷ সবাই প্লিজ সতর্ক থাকবেন ৷
জয় বাংলা ৷ একটাই দাবি ফাঁসি ফাঁসি ৷
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মাহবুব জামান আশরাফী বলেছেন: অবশ্যই জানাবেন ৷ সেচ্ছানেবক দের ও জানান ৷
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ধন্যবাদ জানানোর জন্য।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
মাহবুব জামান আশরাফী বলেছেন: সতর্ক থাকবেন ৷ আপনাকে ও ধন্যবাদ ৷
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
শিপু ভাই বলেছেন:
সবাইকে সতর্ক থাকতে হবে।
শত্রু ভয়ংকর!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
মাহবুব জামান আশরাফী বলেছেন: আপনি ও থাকবেন ৷
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
খুব সাধারন একজন বলেছেন: দেখা হয়েছে আপনার সাথে,
দেখেছি হাজার মুখ-
জানি পথে আছি নেই বিপথে,
বুকটা ভর্তি সুখ।
দেখা হয়েছে, হচ্ছে, হবে,
পথেঘাটে প্রান্তরে-
আপনি আমি একই মানুষ,
শাহবাগে, রোদ্দুরে।
আপনি আমি একই মানুষ,
রোদ্দুরে বা ছায়ায়-
আপনি আমি উড়াই ফানুস,
ভয় ধরানো কায়ায়।
একাত্তরে আপনি ছিলেন,
আমিও ছিলাম, সে-ও-
মা বলেছে, সময় করে
দেশ বাঁচাতে যেও।
দেশ বাঁচাতে নামছি পথে,
অপবাদ দেয় কে?
মিথ্যাবাদীর মুথে দলা
থুতু মেরে দে।
ভাই,
লক্ষ্য রাখুন তো,
মানুষের জাগরণের বিপক্ষে কথা বলছে কে কে?
দৃষ্টি সরাচ্ছে কে কে?
ভয় তৈরি করছে কে কে?
কুৎসা রটাচ্ছে কে কে?
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
মাইন রানা বলেছেন: সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে জামাত শিবিরের কোন গেটাপ নাই এরা যে কোন বেশেই আসতে পারে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মাহবুব জামান আশরাফী বলেছেন: এক মত
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
ডাব্বা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্যে। সাবধান থাকা উচিত। সন্দেহজনক কিছু দেখলে পুলিশে জানালে কি কিছু হতে পারে?