![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচালনা করছি। মাঝে মাঝে শখের বশে লেখালেখি করি বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর লিখতে ভালবাসি এবং চেষ্টা করি তথ্যবহুল লেখা পাঠকদের উপহার দেওয়ার।
মার্ভেল কমিকসের সুপার হিরোদের মধ্যে আমার হাল্ক চরিত্রটি অত্যন্ত পছন্দের। এ চরিত্রটি একেবারে পজিটিভ না আবার নেগেটিভও না অপরদিকে শক্তিমত্তার দিক দিয়ে অন্যান্য সুপার হিরোদের তুলনায় হাজার গুন বেশি। সে কারনেই এ অদ্ভুত চরিত্রটির প্রতি ভালো লাগা। যাক সে কথা। আজ লাঞ্চের সময়ে আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর ড. গুগল রহমানের সাথে অন্যান্য দিনের মতো আলোচনা হচ্ছিল। কথার ফাকে স্যারকে বলে উঠলাম যে আমি আজকে একটু অন্য টাইপের ফটো ফেসবুকে আপলোড করে দিতে চাই। স্যার আমার মনের কথা বুঝে ফেললো। তিনি বলল-“কি ধরনের, হাল্ক টাইপ নাকি?” আমি বললাম-“ধন্যবাদ মনের কথা বুঝার জন্য।” তিনি আমাকে বললেন যেহেতু আমি ফটোশপ কিছুটা জানি সুতরাং এ বিষয়ে তিনি আমাকে প্রয়োজনীয় টিউটোরিয়াল দিতে পারবেন। টিউটোরিয়ালটা পাওয়ার পর আমি দেরি না করে টিউটোরিয়াল দেখে দেখে ১ ঘন্টার মধ্যে আমার ছবিকে হাল্ক চরিত্রে রূপান্তর করে ফেললাম। এরপর আমার টিটির বন্ধুদের এটা রূপান্তর প্রক্রিয়া জানানোর জন্য মন উদগ্রীব হয়ে উঠলো। তাই ভাবলাম একটা পোস্ট লিখে ফেলি। যদিও অনেকে এটার ব্যাপারে আগ্রহী নাও হতে পারেন তবে এ দক্ষতা শিখে শুধু হাল্ক না, চাইলে আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অন্য কিছু ডিজাইন করতে পারবেন আশা করি। অনেক বকবক করা হল এবার চলে যাই আমাদের টিউটোরিয়ালেঃ
১ম ধাপঃ যেহেতু ফটোশপ দিয়ে করতে হবে সুতরাং এটা ফরয আপনার এডোবি ফটোশপ সফটওয়্যার কালেকশনে থাকতে হবে। প্রথমত আপনার যেকোনো একটি ছবি নির্বাচন করুন, ছবির সাইজ ও কোয়ালিটি কোন ব্যাপার না।
২য় ধাপঃ এখন Brush Tool নির্বাচন করুন এবং Foreground Color হিসেবে Dark Green নির্বাচন করুন। আমি কালার কোড হিসেবে এটা ব্যবহার করেছি #027b4d ইচ্ছে করলে আপনি আপনার পছন্দকে প্রাধান্য দিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে আপনার ছবিতে সত্যিকারের হাল্কের ইফেক্ট পড়ে।
CTRL+SHIFT+N প্রেস করে একটি নতুন লেয়ার সৃষ্টি করুন যার নাম দিন “Skin” এরপর ব্রাশ টুল দিয়ে আপনার ক্যারেক্টারের সম্পূর্ন বডিকে ফিল আপ করুন নিম্মের ছবির ন্যায়ঃ
এখন “Skin” লেয়ারের ব্লেন্ডিং মোডকে “Linear Light” তে রূপান্তর করুন।
দেখুন আপনার হাল্ক মেকাপটি এরকম দেখাচ্ছেঃ
৩য় ধাপঃ এবার পূর্বের ন্যায় CTRL+SHIFT+N প্রেস করে আরেকটি নতুন লেয়ার সৃষ্টি করুন যার নাম দিন “Eyes”
রেড কালার দিয়ে আপনার চোখ ফিল আপ করুন, আমি কালার কোড হিসেবে এটা ব্যবহার করেছি #832f2f
এবার “Eyes” লেয়ারের ব্লেন্ডিং মোডকে “Soft Light” অথবা “Subtract” এ পরিবর্তন করুন তবে এ বিষয়টা আপনার উপর নির্ভর করবে চোখের ধরনটা কিভাবে দিলে আপনার কাছে মানানসই লাগবে।
এছাড়া আপনি একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে আপনার হাল্ক মেকাপকে সম্পূর্ন ছবির মধ্যে হাইলাইট করতে পারেন।
নিচে আমার নিজের হাল্ক মেকাপ করা ছবি দিলাম। নিশ্চয় অনেক হ্যান্ডসাম লাগছে । জানি হিংসা করে বলবেন না কিন্তু মেয়ে মানুষের হাল্কি(হাল্কের স্ত্রী লিঙ্গ) মেকাপের ছবি দিলে ঠিকই কমেন্ট বক্সে ২০১২ ছবির মতো কাপাকাপি শুরু হয়ে যেতো
।
হা হা হা হা হা !!! মজা করলাম।
ফেসবুকে আমি.......
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নারে পুরাই হাল্কের মিনি ভার্সনের মত লাগতাসে
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
mahdi0907 বলেছেন: লল ম্যারা ইজ্জত মার দিয়া আপ্নে
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
পুরানো আমি বলেছেন:
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
সালমা শারমিন বলেছেন: ধুর, স্কিন লেয়ার বানানোর পর ক্যরেক্টারের সম্পূর্ন বডি ফিলআপ করতে পারছিনাতো, আবার একটু বুঝিয়ে বলেনতো
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
হেডস্যার বলেছেন: