নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচ

Mahdi Mehedi

mahdi0907

আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচালনা করছি। মাঝে মাঝে শখের বশে লেখালেখি করি বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর লিখতে ভালবাসি এবং চেষ্টা করি তথ্যবহুল লেখা পাঠকদের উপহার দেওয়ার।

mahdi0907 › বিস্তারিত পোস্টঃ

===একটি মানবিক আবেদন, আশা করি এড়িয়ে যাবেন না===

১৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৮



Hajee Mohammad Danesh Science & Technology University, Dinajpur এর ছাত্র "আকাশ" কিছুদিন আগে দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। এর ফলে তার বাম পা পুরোটাই কেটে ফেলা হয়েছে এবং ডান পায়ের অবস্থাও আশংকাজনক। উপরের দিকে শুধু হাড় আছে,কোন মাংস নাই। বর্তমানে সে অ্যাপোলো হাসপাতালে এ ভর্তি আছে । শুধুমাত্র ডান পা এর জন্যে ৫ লাখ টাকা লাগবে এবং হাসপাতাল এ প্রতিদিন ফি বাবদ ৩৫০০ টাকা প্রদান করতে হবে। সেই হিসেবে প্রায় ৮-১০ লাখ টাকা লাগবে । ওর বাবা ছেলের জন্য ভিটে মাটি সব বিক্রি করেও এত টাকা যোগাড় করতে পারবেনা.........



তাই আমি আহবান করছি আপনাদের আন্তরিক এবং সম্মলিত ক্ষুদ্র আর্থিক প্রচেষ্টাই পারে আকাশকে আবার সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে। সবার প্রতি আমার অনুরোধ যে যেভাবে পারুন এগিয়ে আসুন সেটা হোক আর্থিক অথবা এই খবরটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে।



বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুনঃ Click This Link



আপডেট তথ্য জানতে এইখানে ক্লিক করুনঃ https://www.facebook.com/HSTU.DNJ

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:





সহ ব্লগার সকলের দৃষ্টি আকর্ষণ করছি।


বিকাশ নাম্বার নিয়ে রেখেছি। আমার সর্বোচ্চ চেষ্টা করবো।
আকাশের আরোগ্য কামনা করছি।

১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯

mahdi0907 বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.