![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচালনা করছি। মাঝে মাঝে শখের বশে লেখালেখি করি বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর লিখতে ভালবাসি এবং চেষ্টা করি তথ্যবহুল লেখা পাঠকদের উপহার দেওয়ার।
ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কারনে ডোমেইন কিনতে চাচ্ছেন কিন্তু ভাল ডোমেইন নেইম নির্বাচন করাটা অনেক সময় পেইনফুল হয়ে যায়। নিজে নিজে ব্রেইস্ট্রোমিং করলেন অথবা পরিচিত কারো থেকে নেইম সাজেশন চেয়ে পরে দেখলেন ডোমেইন নেইমটি পূর্বেই কেউ বুক করে রেখেছে। আর তাই এ সমস্যা সমাধানে আজ আপনাদের নিকট শেয়ার করছি পারফেক্ট ডোমেইন নেইম সাজেশন পাওয়ার দরকারি কয়েকটি টুলস। তাই দেরী না করে এখনই বুকমার্ক করে রাখুন এই লিঙ্কগুলো –
১. Domize - https://domize.com/
২. Squurl - http://www.squurl.com/
৩. Domainr - https://domainr.com/
৪. DomainsBot - http://www.domainsbot.com/
৫. Dot-o-mator - http://www.dotomator.com/
৬. Bust a Name - http://www.bustaname.com/
৭. Nameboy - http://www.nameboy.com/
৮. Domaintyper - https://domaintyper.com/
৯. Wordoid - http://wordoid.com/
১০. Sedo - https://sedo.com/
প্রয়োজনে ফেসবুকে আমাকে নক করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/alauddin.almahdi15
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ২:২৩
নতুন বলেছেন: রাখলাম +