|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
	
  
বয়স কুড়ি
বয়স কুড়ি
মনটা নরম,
রক্ত গরম...
আরেহ ! চলবি শালা বুক চিতিয়ে ,..
কেন তবে এই মিন মিনে ভাব
থাকিস 
বিড়াল থেকেও       -        অধম সেজে !
মিথ্যা -মেকি                    দিবি গুরিয়ে,
আসলে বাঁধা                    দিবি উড়িয়ে,
চলার পথের সকল দেয়াল
দে - আজ - সব গুলো গুঁড়িয়ে ।
যতই ডাকুক পিছন থেকে ,
কিংবা ধরুক কনুই চেপে
"কুছ পারওয়া " না করে তুই
চলবি বাজির ঘোড়ার তেজে।
বিপ্লবি তুই,
রাখিস মনে,
সময় থেকেও তুই এগিয়ে
আশুক যতই কালের বাধা....
জিতবি তুইইই....
দিনের শেষে ,,,!!!
 ৩ টি
    	৩ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫১
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫১
এম আর তালুকদার বলেছেন: অসাধারন কবিতা।
৩|  ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৭
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৭
আলসে হিমু বলেছেন: ভালো লিখেছেন
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩০
১৪ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩০
বিজন রয় বলেছেন: তরুণের কবিতা।
উৎসাহের কবিতা।
জ্বলন্ত কবিতা।
++++++