|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
	
  সে অনেক দূরে ছিলো,
ভাল ছিলো,
মুখবইয়ের নীলচে দেয়ালে, 
রোজ লুকিয়ে তার,
চিড়ল দাতের হাসি দেখতাম।
সে অনেক দূরে ছিলো,
ভাল ছিলো, 
ডেস্কটপের আগোছালো হোমস্কিনে,
হাবিজাবি ফাইলের আড়ালে তার,
চুরি করা ছবি রাখতাম।
সে অনেক দূরে ছিলো,
ভাল ছিলো, 
আমি লাইব্রেরি- রোজ বিকালে,
এক নজর দেখতে,
পেডেল ঘুরিয়ে হাজিরা দিতাম।
সে অনেক দূরে ছিলো,
ভালই ছিলো,,,,, 
আমি আর যাই হোক,
খানিকটা সুস্থ ছিলাম,
অন্তত,, বুকভরা দীর্ঘশ্বাসে নিয়ে তো ছিলাম।
সে অনেক দূরে নেই :/
ভাল নেই 
হাত ছাড়লেই 
হারানোর ভয়ে জুবুথুবূ আমি :/
এমন আমি'কে কি আমি চেয়েছিলাম!!  
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০  ১১ ই মার্চ, ২০১৮  রাত ৩:৫৩
১১ ই মার্চ, ২০১৮  রাত ৩:৫৩
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: 
২|  ১১ ই মার্চ, ২০১৮  রাত ৩:০১
১১ ই মার্চ, ২০১৮  রাত ৩:০১
ব্লগ মাস্টার বলেছেন: 
  ১১ ই মার্চ, ২০১৮  রাত ৩:৫৩
১১ ই মার্চ, ২০১৮  রাত ৩:৫৩
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: কষ্টে আছি 
৩|  ১১ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৪১
১১ ই মার্চ, ২০১৮  সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৮  রাত ১:৪৯
১১ ই মার্চ, ২০১৮  রাত ১:৪৯
চুদির ভাই বলেছেন: