নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

আখিঁ

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬

#আখিঁ

আজকের দিনটা খুব ব্যাস্ত কাটবে,, >_<
সকাল ৬টায় উঠেই নাকে মুখে একটু খেয়েই দৌড় দিলাম ওর♥ বাসার দিকে।

ওর সাথে প্রিন্স বাজারে দেখা হবার কথা,
সকাল বেলা ব্রেড কেনার কথা বলে বাসা থেকে বের হয়েছে বেচারি, ফাজিল তানহা'টাকে নিয়ে।
( তানহা ওর ছোট বোন, রোল প্লে করে যদিওবা বড় বোনের - কখনো ওর হাত ছাড়ে না, এই মেয়েকে পটিয়ে দলে নিতেই ছ'মাস লাগছে!! ওর নাকি মনে হত আমি কয়দিন ঘুরে টুরে ওর বোনকে ছেড়ে চলে যাবো!! কি সাংঘাতিক চিন্তাভাবনা >_< !!! )

আমি সারা জীবন লেট লতিফ :( - সে স্কুল, কলেজ, পরীক্ষার হল বা অফিস, আমার ৫ মিনিট লেট হবেই।
ওর মোবাইলে আমার নাম
mr.5minutesLate নামে সেভ করা >_< আইডিয়াটা ওই ফাজিল শালীটার !!
Google Assistance ' আজ মানুষ হলে নিশ্চয়ই অনেক বিনোদন পেতো!
"Ok Google, Call mr.5minutesLate - এভাবেই #ভয়েস_কমান্ডে কল দেয় ও আমাকে :'(

৮.৩০ এর যায়গায় তাই আজও আমি ৮.৩৫ :(
ওদিকে ১১টায় উত্তরা অফিসে মিটিং।

গাড়িতে বসে অন্তত প্রেম করা যাবেনা - ড্রাইভারটাকে বিশ্বাস নেই -এদেশের মানুষ কাজের চেয়ে অফিস পলিটিক্স খুব ভালো করে, বোর্ডের কানে হালকা করে তুলে দিলেই বিপদ ।

*আপনি আজকেও লেট!! :(

[লিটারেলি রাগলে #লাল_রক্ত_জবার মত হয়ে যায় ও! দেখতে ভালই লাগে ;) ]

- Oh GOD!! আমার পায়ের শব্দেও এই মেয়ে টের পেয়ে যায় কেন!

* আমার শ্রবন শক্তি বেশী, u should know that :/

- সরি!! কান ধরলাম!! হেপী বার্থডে লাভ !! ♥
বলেই হাতে ডায়মন্ড জুয়েলার্স এর পেকেটটা ধরায় দিলাম। আর কিছুক্ষন কথা বলতে দিলে জিহ্ব দিয়ে আমার ছাল তুলে ফেলবে এই মেয়ে :( !

*এত ঘন ঘন টাকা কে খরচ করতে বলসে!!!বেয়াদব লোক একটা!!
(মুখ ঝামটা খেয়ে খেয়ে অভস্থ এখন আমি!! প্রথম দিকে যদিওবা একটু খারাপ লাগত... একদিনতো রাগে রিক্সা দিয়ে ফেলে দিয়েছিল লেটের জন্য

এই যে শুনেন,, চলেন, বসি কোথাও! দই ফুচকা খাবো!!
আর শুনেন, ভয় নাই,, আপনার অফিসের গাড়ীতে যাবো না,, তানহা Uber কল দিছে,, আপনাকে এক ঘন্টার মাঝে ছেড়ে দিবো - তারপর যত খুশি ডেভের সাথে প্রেম করিয়েন।

ডেভ আমার CEO, বাংলাদেশে আসলে আমাকে দৌউড়ের উপর রাখে, ডেভের সামনে আমি ওর ফোন ধরি না - তাই হয়ত ডেভ হতভাগাকে আমার থেকে ওর বেশি অপছন্দ । ডেভ যদি জানতো :D
ও কিন্তু প্রতিবার এয়ারপোর্ট এসেই বলে,
"Sadman, Tumi Akhi valo,, ,Good Good? " (তুমি আর আঁখি ভাল আছো তো? )

-------

দই ফুচকা খেয়ে ফিরছি, আখির ডান হাতের ভিতর আমার হাত,আমার কাঁধে ওর মাথা,,, মাঝে মাঝে আমার দেয়া ঝুমকোটায় টোকা দিচ্ছি -সামনের সিটে বসাবসা ফাজিল শালীর চোখ এড়িয়ে ;)
গাড়িতে মিডিয়া প্লেয়ারে গান বাজছে
-
"তুমি কার পোষা পাখি ,
কাজল বরন আঁখি,
রক্ত জবার মত তোমার মুখ,
তুমি আমারে কান্দাইয়া পাও কি সুখ"

কাজল দেয়া চোখ দুটোকে আমি কখনো কাঁদতে দিবনা অন্তত,,সে চোখে আলো নাইবা থাকুক। কারন, পাখিটার #সাদা_ছড়ি' হয়ে আমি যে বৃদ্ধ হতে চাই :)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.