|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
	
  
সেদিন বাবু, করল দাবী
আঁকতে হবে ছবি
স্কেচ দিয়ে পি.পি দেয়া
ট্রেন্ড, সবার হবি।
দারুন জালা, বলুন মশাই
একি চাট্টি কথা!
আমি মশাই ক্লার্ক কেরানি
কলম ধরিই বাঁকা!!
আঁকা ছবি, বিদ্যে মশাই,
থাকলে মড়ার গাঁটে,
ছবি একেই সাহেব হতাম
ঘুরিয়ে ছড়ি হাতে!
মাছি-মারা' ক্লার্ক কেরানি
পড়ছি ভীষন বাটে,
ছবি আঁকার শিল্পীরা সব
টাকা ভালই চাবে!
হাজার টাকার ধাক্কা মশাই
ব্যাটা - বলে কম!!
দশ দিনের কামাই আমার
এক সিটিংয়েই gone!
সোনাবাবুর ছবি খানা
আজও দেয়াল জুড়ে
কুটুম এলে প্রথম বলে
মিষ্টি সোনা, কইরে!!?
-----
নিথর খুকি পড়ে ছিল
বামুন বাড়ির ধারে,
রোজ বিকালে শিয়াল ডাকা
গাড়ো অন্ধকারে..
চশমায় আজো বাষ্প জমে
আসছে ধরে গলা,
কেও দেয়নি ন্যায় আমায়
জুড়ে উকিল পাড়া,
ঘেন্না লাগে সমাজ আমার
গুনছি প্রতি বেলা, 
ক্লার্ক কেরানীর বিচার নিবে
ঠিকি, উপরওয়ালা!
(Dedicated to all the rape-victims,across the country....) 
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৭ ই মে, ২০১৮  বিকাল ৪:১০
০৭ ই মে, ২০১৮  বিকাল ৪:১০
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ছবিটা আপনিই এঁকেছেন?
৩|  ০৮ ই মে, ২০১৮  বিকাল ৫:৪১
০৮ ই মে, ২০১৮  বিকাল ৫:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৮  বিকাল ৩:৪৩
০৭ ই মে, ২০১৮  বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।