নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

#এসো_কিংবদন্তির_গল্প_বলি ২

২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

#এসো_কিংবদন্তির_গল্প_বলি ২
#Know_ur_leagend

১৭ই মে, ১৯৮১..রবিবার

ঢাকা এয়ার পোর্ট।

মাত্র এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ল্যান্ড করল ঢাকার রানওয়েতে।
আনমনা হয়ে বসে আছেন একজন ভদ্রমহিলা,ভাবছেন,,,
, " যেদিন এদেশ ছেড়ে যাচ্ছিলাম, সেদিন আমার সবাই ছিলো। মা-বাবা, আমার ভাইয়েরা, ছোট্ট রাসেল সবাই বিদায় জানাতে এয়ারপোর্টে এসেছিলো। আজ তো কেউ নেই..."

নাহ,, কে বলেছে কেউ নেই!!

জিয়ার সব বাধা বিঘ্ন উপেক্ষা করে ১৫ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে এসে ছিল - মুখে সবার এক প্রতিজ্ঞা
'' হাসিনা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই ''


এরপর,, একে একে ১৯ বার হামলা হল তার উপর!
ভাইয়েরা কিন্তু কথা রেখেছে! বুলেট,বোমা, গ্রেনেডের মুখে বারবার মানব প্রাচীর তুলে আগলে রেখেছে প্রিয় আপাকে। লালদীঘির ময়দান কি বঙ্গবন্ধু এভিনিউ - মাথায় গুলি লেগে উল্টে পরল সীতাকুন্ড কলেজের জিএস, সেখানে দাড়াল আরেক শ্রমিক নেতা।
হামলা আরো হবে,
ইট খসে গেলে সেখানে বসবে আরেক ইট,,শরীরে অজস্র স্প্লিন্টার আর বুলেটের গর্ত নিয়েও দাঁড়িয়ে থাকবে এ মানব দেওয়াল ।

কারন, এ আত্মত্যাগ স্বীকৃতির পরোয়া করেনা,
এখানে আনুগত্য আর ভালবাসাই শেষ কথা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.