![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আমাদেরএক অন্যতম কাজ হচ্ছে আশা করে যাওয়া ,স্বপ্ন দেখে যাওয়া। আবার সেই আশার জন্য, সেই স্বপ্নের জন্যেও আশা করে যাওয়া যে আশা একদিন পূরণ হবেই।আর না হলেইবা কি?
মধবিত্তদের যে সবকিছু পেতে নেই।
‘সব পেলে নষ্ট জীবন।মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা জানে যে, তাদেরঅর্থ নেই; প্রতিপত্তি নেই; ক্ষমতা নেই; আছেশুধু সম্মানবোধ; আছে শুধু শিক্ষা; আছে সততা; আছে ভালোবাসার মত কতগুলি গুণাবলী। তাইতো, একটামধ্যবিত্ত সন্তান কোন কাজ করার আগে হাজারো বার চিন্তা করে যে, সেটি তার পরিবারের সম্মানকে ক্ষুন্ন করবে কিনা? তার কাছের মানুষগুলোকে কষ্ট দেবে কিনা? নিজের পরিবারের কথা ভেবে কখনো কখনো কষ্টকে নিরবেসঙ্গী করে নিতে হয় ; নিজের ভালোলাগাগুলোকে দিতে হয়বিসর্জন। জীবন-যুদ্ধের জন্য যে নিজেকেই এগিয়ে যেতে হবে ।। অদ্ভুত আমরা আর আমাদের মধ্যবিত্ত জীবন। খাঁচায় থাকলে বের হতে চাই, আরবাইরে থাকলে খাঁচায় এসে ভিড়তে চাই। শেষ নেই বোধ হয় এই টানা পোড়েনের :’(
©somewhere in net ltd.