নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তন উন্নয়ন পরিবর্ধনের তরে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই সর্বোপরি সমাজ ও মানুষের কল্যাণের তরেই আমি বাঁচতে চাই সবার মাঝে এবং সকল গোঁড়ামিকে ভেঙ্গে তছনছ করার প্রত্তয়ে আমার চেতনা উজ্জবিত।

আল মাহফুজ এভিন

আমি একজন সামাজিক লেখক

আল মাহফুজ এভিন › বিস্তারিত পোস্টঃ

আসলে আমরা অল্পতেই হ্যাপি হই ।

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:৪০

জুকারবার্গ স্ট্যাটাস দিছেন । বাংলাদেশ নিয়ে । সেখানে বলেছেন । দারিদ্রতা একটা বড় ফ্যাক্ট । আমাদের দেশের সবাই তাই ইন্টারনেট ইয়ুজ করতে পারে না ।
সেই জন্য তারা মহান কাজের উদ্যোগ নিয়েছেন । ফ্রি তে ইন্টারনেট সার্ভিস ।
ফ্রি তে ইন্টারনেট
বাংলাদেশের জন্য “ফ্রি” শব্দটা শুনলেই এক গালে হাসি ভেসে উঠে । ৫০ টাকায় ১ জিবির অফার আসলে । স্পেশাল অফার এর কথা বলছি । নেট এর স্পিড দেখলে ঘুম পায় ।
যেখানে সস্তার তিন অবস্থা । সেখানে ফ্রি জিনিস এর কয় অবস্থা হবে চিন্তা করেন । দোয়েল ল্যাপটপ নিয়ে একটা বড় ধরণের স্বপ্ন দেখেছিলাম । যাই হোক গরীবের ঘরে হাতি মার্কা এপল এর ল্যাপটপ না আসুক । দোয়েল আসবে ।
দোয়েল কে ধরার আগেই ফুড়ুৎ করে উড়াল দিল
ফিরে আসি জুকারবার্গ এর কথায় । দারিদ্রতার জন্য আমরা নেট ইয়ুজ করতে পারি । সেজন্য তারা পদক্ষেপ নিয়েছেন । ফ্রি নেট ইয়ুজ করে আমরা চাকরির খবর নিতে পারব । ফেবু ইয়ুজ করতে পারব ।
শুভ উদ্যোগ ।
তবে একটা কথা বলি । আগে কানে হাত দেন
খাম্মোশ!!!!
আমরা ফইন্নি না । আমরা যেই টাকা দিয়ে নেট কিনি । এত খরুচে নেট মনে হয় আর কোন দেশে নাই ।
ফর এন এক্সাম্পল
বাংলালিংকে ১ জিবি ৩০৭ টাকা । ৩০ দিন মেয়াদ ।
৩ জি ডেটা প্যাকেজ
২ জি সার্ভিস দেয়
আর ডেটা কাটার সময় ৪ জি গতিতে কাটে...
এই কোম্পানিগুলারে নেট এর দাম কমাতে বলা যায় না । তাহলে তো আমরা বাঁচতাম । শহরের পাশাপাশি গ্রামে ব্রড ব্র্যান্ড এর লাইনের ব্যাবস্থা করা যায় না? তাহলে তো ২০০-৩০০ টাকায় আমরা শান্তিতে নেট চালাতে পারতাম । যদি স্পিড ভালো দেয়া হয় ।
জুকারবার্গ এই রকম একটা স্ট্যাটাস ভারত কে নিয়া দিলে তাদের মনে হয় ঠিকই ইমেজে লাগত । আমাদের ইমেজে লাগে না । কারন আমরা গরীব । আমরা ফইন্নি । তাই ফ্রি নেট সার্ভিস পাচ্ছি । ভেরি গুড । অনেকে কমেন্ট করে ফেলেছেন ইতিমধ্যেই থ্যাংক ইয়ু ফ্রম বাংলাদেশ । ভালো কথা । আমারও ভালো লাগল । দেশের একটা বিজ্ঞাপন হয়ে গেল ।
তবে এই ফ্রি নেট লইয়া জাতি কি করিবে?
শুধুই রবি সিম দিয়ে এই সার্ভিস পাওয়া যাবে ।
যান একটা রবি সিম কিনে আনেন । নাহলে ফুটেন ।
আর এই ফেসবুক ইয়ুজ করার সময় কোন ছবি ডাউনলোড করতে পারবেন না ।
ভালই হল । এতে করে আক্কাস মিয়া জরিনা বিবির ফটো টা চুরি চুরি চুপকে চুপকে সেইভ করতে পারবেন না ।
আর জরিনা বিবি সকালে দুপুরে রাতে সেলফি তুলে আপলোড দিতে পারবে না । কারন কোন ফাইল বা ছবি আপলোড বা ডাউনলোড করা যায় না ।
ব্যাপারটা কেমন হয়ে গেল না । ল্যাংটা বাবারে হাফ প্যান্ট গিফট করলেন । উপকার করলেন । ল্যাংটা বাবা খুশি হয়ে থ্যাংকস দিল ।
এখন হাফ প্যান্ট পড়তে গিয়ে দেখে প্যান্ট এর চেইন না । পড়লে তো জিনিস পত্র দেখা যাবে । কোমরের হুক নাই । কোমর বড় হয় । পড়লে তো চ্যাল চ্যাল করে কোমড় থেকে নেমে যাবে ।
বাই দ্যা অয়ে
তবু একটা কথা আছে নাই মামার চেয়ে কানা মামা ভাল ।
ভিক্ষার চাল কাড়া আর আকাঁড়া...
তাই দেখবেন
এক দুই জিবি নেট ফ্রি পেলেই ছেলেপেলে আনন্দে স্ট্যাটাস দিয়ে দেয় ।
কেউ একটু হ্যাকিং করে ফ্রিতে নেট চালালে কি যে খুশি হয় । মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে ।
আসলে আমরা অল্পতেই হ্যাপি হই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.