নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তন উন্নয়ন পরিবর্ধনের তরে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই সর্বোপরি সমাজ ও মানুষের কল্যাণের তরেই আমি বাঁচতে চাই সবার মাঝে এবং সকল গোঁড়ামিকে ভেঙ্গে তছনছ করার প্রত্তয়ে আমার চেতনা উজ্জবিত।

আল মাহফুজ এভিন

আমি একজন সামাজিক লেখক

আল মাহফুজ এভিন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে আবেগ ছাড়া কোন মানুষ হয় না

০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:২৯

খুব শক্ত প্রকৃতির ছেলেটাকে দেখে আমরা ভাবি, তার মধ্যে কোন আবেগ নাই ... সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকা চুপচাপ মেয়েটাকে দেখে আমরা ভাবি, ইমোশন কি জিনিস, সে জানে না !!

পৃথিবীতে আবেগ ছাড়া কোন মানুষ হয় না ... যার বুকের ভেতর ধক ধক করতে থাকা একটা হৃৎপিন্ড আছে, তার মাঝে আবেগ থাকতেই হবে !!

চঞ্চল প্রকৃতির ছেলেটা কথায় কথায় দাঁত বের করে হাসে, আর একটু উনিশ বিশ হলেই তার চোখে মুখে বিষণ্ণতার ছায়া পড়ে যায় ... আবেগী মেয়েটা সবার সামনেই ঝর ঝর করে কেঁদে ফেলে !!

সবার সামনে মুখ শক্ত করে বসে থাকা মেয়েটা রাতে লুকিয়ে লুকিয়ে বালিশে মুখ গুঁজে কাঁদে ... খুব গম্ভীর ছেলেটা নির্লিপ্ত একটা ভাব করে হেঁটে চলে যায় ঠিকই, কিন্তু যাওয়ার সময় দাঁতে দাঁত চেপে কান্নাটা আটকে রাখে ... আটকে রাখা কান্নাটাই কারো চোখে পড়ে না !!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.