নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তন উন্নয়ন পরিবর্ধনের তরে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই সর্বোপরি সমাজ ও মানুষের কল্যাণের তরেই আমি বাঁচতে চাই সবার মাঝে এবং সকল গোঁড়ামিকে ভেঙ্গে তছনছ করার প্রত্তয়ে আমার চেতনা উজ্জবিত।

আল মাহফুজ এভিন

আমি একজন সামাজিক লেখক

আল মাহফুজ এভিন › বিস্তারিত পোস্টঃ

আহেন ভাই আহেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫



এই দেখুন উন্নয়নের নমুনা
ঢাকা নাকি যমুনা !
গুলিস্তান গাবতলী টু ধানমন্ডি
স্টিমার লঞ্চ নৌকা চলছে ঢাকার রাজপথে অনবধি!

ঢাকার রাজপথ এখন পানি পথ
করবেন না অবশ্যই কেউ ভিন্ন মত
উন্নয়নের জোয়ার রে ভাই
ঢাকায় এখন পানি তাই!

স্কুল কলেজ অফিস জাবেন ?
গাড়ি ছেড়ে নৌকায় উঠেন
কাদামাটি ও পচা পানিরে করবেন ভয়!
গন্তব্যে যাওয়া আর হবার নয়।!

উন্নয়নের জোয়ার রে ভাই
পচা গন্ধযুক্ত পানিরে ঘ্রিনা করতে নাই!
এবার দেখবেন নানান রোগের প্রাদুর্ভাব
রোগী দেখতে গিয়া বয়ান দিবে আম্বিয়ার বাপ! !

নগর পিতা আনিস ভাই
আপনি কোথায় জবাব চাই?
নগর পিতা খোকন ভাই
দুর্সময়ে কেন আপনাকে কাছে না পাই?

আনিস খোকন ভাই ভাই
নগর বাসীর দুর্ভোগ কাড়ে দেখাই!
নাইবা করতে পারেন পানি নিস্কাসন!
তাহলে ছেড়ে দেন নগরের শাসন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

মামু১৩ বলেছেন: ঢাকার চারপাশে সার্কুলার নৌপথ চালু থাকলে ভালই হত।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

আল মাহফুজ এভিন বলেছেন: খুব ভাবনার কথা বলেছেন ভাউ

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

প্রচেষ্টাবিডি বলেছেন: ছড়া খুব সুন্দর হইছে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩১

অগ্নিবীণা! বলেছেন: আজ্ঞে, দাদা! টিকেটের মূল্য টা যদি বলে দিতেন! :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.