![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত দুদিন থেকে নিউজ পোর্টাল ও ফেসবুক টাইম লাইন জুরে দেখা যাচ্ছে ইডেন কলেজ ছাত্রী রেখার রেকর্ড সংখ্যক প্রেমিক হাজির করানোর মহানুভবিয়ীয় দৃষ্টান্তঃ
খুব বড় মনের মে রেখা নবম শ্রেণীতে পরা অবস্থা থেকে কোন ছেলের প্রেম নিবেদন কে না বলতে পারেন নি ! এমনি করেই অনার্স ৩য় বর্ষ পর্যন্ত শতাধিক প্রেমের অফার কে দয়াল মনে ঠাই দিয়েছিলেন তবে বেশ কিছু দিন আগে ইতালি প্রবাসী এক ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়।
দয়াল বিশাল মনের অধিকারী রেখা ঠিক করলো সকল সাবেক ও বর্তমান প্রেমিকদয়ের সাথে মিট করা উচিৎঃঃ
তো যেই চিন্তা সেই কাজ একে একে শহ খানিক প্রেমিকদয়কে রমনা পার্কে আমন্ত্রণ জানালেন ;
সবাই আসতে না পারলেও একে একে ২৪ জন বেহুদা প্রেমিক উপস্থিত হলেন;
রেখা সবার উদ্দেশেই বললেন দ্যাখো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে ইটালি প্রবাসী ছেলের সাথে আমিতো তোমাদের কাউকেই বিয়ে করতে পারবোনা তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও।আমি তোমাদের কারো প্রেম নিবেদন ফেলতে পারিনি কেবল না বললেই কেউ কষ্ট পাবে তাই আমি কাউকে কষ্ট দিতে চাইনি।
আপায় দরদের হাই স্কুল দরদ করেই এত্তগুলা প্রেমিক পিছনে ঘুড়িয়ে পকেট কেটে মাথা ন্যাড়া করে সবাই কে ছেড়ে দিয়েছে!
আসলে এমনটা হর হমেশাই হচ্ছে আমাদের আধুনিক সেকুলারিজম সমাজে । রেখা প্রেমিক সম্মেলন করেছে বিধায় আমরা জেনেছি আর যারা ধরি মাছ না ছুই পানি তাদের ক্ষেত্রে সেই সাফারার রাই জানছে এবং বুঝতেছে!
বর্তমান যুগে প্রেম ভালবাসায় আর পবিত্রতা নেই আছে কেবল বিলাসিতা ধোঁকাবাজি আড্ডাবাজি মুখে বলে ভালোবাসি চলনা কাছে আসি লিটনের ফ্লাট রেডি তো ঃ
লিটনের ফ্লাট আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে ;
এক সময়ের প্রেম ছিল চিঠির মাধ্যমে যোগাযোগ দেখা করতে গেলে রাতে কলা গাছের ভেলা বানিয়ে নদী পার হয়ে কিংবা সাতার কেটে প্রেমিকার বাসায় রাতের বেলা জানালা টোক দেয়া কিংবা শব্দ করে জানান দেয়া যে আমি এসেছি সাত সাগর নয় এক নদী পার হয়ে তোমাকে এক নজর দেখবো বলেই এই নির্জনে এসেছি! আরপরেও থাকতো কত বিপত্তি ;
তাতেই প্রেম ছিল সত্তেজ প্রাণবন্ত ও পবিত্র।
এখনকার প্রেম এই রেখারাই বোটানিক্যাল গার্ডেনের জঙ্গলে গিয়ে মঙ্গল সাধন আর লিটন ভাইয়ের ফ্লাট তো এখন আগের চেয়ে অনেক উন্নত!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২
আল মাহফুজ এভিন বলেছেন: চলন বিল ভাই আপনার কষ্টে আমি কষ্ট পেলুম ভাই
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০
আরণ্যক রাখাল বলেছেন: এই বা খারাপ কি! ভালোই তো চলছে, লাগছে, যাচ্ছে| এটাই ভাল
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১
আল মাহফুজ এভিন বলেছেন: রাখাল ভাই খ্রাপের কিচ্ছুই নাই এহন
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
আল মাহফুজ এভিন বলেছেন: চলন বিল ভাই আপনার কষ্টে আমি কষ্ট পেলুম ভাই
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
আল মাহফুজ এভিন বলেছেন: রাখাল ভাই খ্রাপের কিচ্ছুই নাই এহন
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবকিছূইতো বদলায়! প্রেমতো বদলেছে! ডিজিটাল হয়েছে
কর্পোরেট দুনিয়ায় এর বাইরে গেলে আপনি মজনু হয়ে যাবেন!! লাইলি পাবেন না
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
আল মাহফুজ এভিন বলেছেন: বিদ্রোহী ভাই দিন বদলাইছে না আগের দিন কি এহন আছে!?
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
গোধুলী রঙ বলেছেন: এখন প্রেম করে অতি আবেগে সব বিলাই দিয়ে কদিন পর জানতে পারে ঢাবি বা বুয়েট পড়ুয়া প্রেমিক প্রবর আসলে বসুন্ধরা সিটির দোকানের সেলসম্যান।
আর অনেক মেয়েই বলদা(কিছু মনে কইরেন না, এইটার কোন লিংগ ভেদ নাই) টাইপের, বাইরে দিয়া যতই ফুটানি মারা হউক না ক্যান।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
আল মাহফুজ এভিন বলেছেন: এখন প্রেম করে অতি আবেগে সব বিলাই দিয়ে কদিন পর জানতে পারে ঢাবি বা বুয়েট পড়ুয়া প্রেমিক প্রবর আসলে বসুন্ধরা সিটির দোকানের সেলসম্যান।সহমত
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
T2 বলেছেন: এই জোকস টা সেই সকল প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশে, যারা বিয়ের আগে এইতা-সেইটা করে, আর ভাবে যাকে বিয়ে করছে সে খুবই নিস্পাপ ।
প্রবাসী বর দেশে এসেছেন বিয়ে করতে । কুরবানীর গরুর মতো পাত্রী বাছাই করে যাচ্ছেন ।
প্রবাসী বরের এক পাত্রী পছন্দ হলো । তিনি তার বাবা-মা এবং কনের বাবা-মাকে বললেন আমার পাত্রী পছন্দ হয়েছে এবং এই মেয়েকেই বিয়ে করবো । কিন্তু বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আমরা দুজনে একান্ত কিছু কথাবার্তা বলতে চাই । যেহেতু বিয়ে প্রায়ই ঠিক তাই কনের মা-বাবা কোন আপত্তি করেননি ।
পরেরদিন পাত্র-পাত্রী প্রেমিক-প্রেমিকার মতো ঘুরাঘুরি করলো,বাদাম খেল পার্কে বসে,রিকসায় হুড তুলে ঘুরলো,একসাথে দুপুরে খেল । সন্ধ্যা হওয়ার পর মেয়েকে ছেলেটা বললো, আমরা তো কয়েকদিন পর বিয়েই করবো । বিয়ের পর জামাই-বউ যা করে চলো তাই আমরা এখন করি । মেয়ে রাজী হয়ে গেল । যেহেতু এই ছেলেটাই ওর স্বামী হবে । তারপর তাদের মধ্যে সব হল ।
পরদিন ভোরে পাত্র তার বাবা-মাকে বলে, মেয়ের চরিত্র ভাল না । আমি এই মেয়েকে বিয়ে করবো না ।
এভাবে একই রকম ঘটনা ঘটলো আরো ছয়টা মেয়ের সাথে । কিন্তু সপ্তম মেয়ের সাথে এসে ছেলেটার ভুল ভাঙে ।
তারা প্রেমিক-প্রেমিকার মতো ঘুরাঘুরি করলো,বাদাম খেল পার্কে বসে,রিকসায় হুড তুলে ঘুরলো,একসাথে দুপুরে খেল । সন্ধ্যা হওয়ার পর মেয়েকে ছেলেটা বললো, আমরা তো কয়েকদিন পর বিয়েই করবো । বিয়ের পর জামাই-বউ যা করে চলো তাই আমরা এখন করি । মেয়ে রাজী হলো না । বললো, এসব বিয়ের পর করবে । বিয়ের আগে কোনমতেই করবো না । আগে বিয়ে হোক তারপর এসব করা যাবে ।
পরদিন ভোরে ছেলে বাবা-মাকে বলে সে এই মেয়েকেই বিয়ে করবে । তারপর তাদের বিয়ে হয় । বাসর রাতে মেয়েকে জিঞ্জেস করে ছেলেটা, তুমি কেন বিয়ের আগে এসব করোনি । আমি তো তোমাকেই বিয়ে করতাম । মেয়েটা জবাব দিল,এর আগে ছয়টা ছেলেকে বিশ্বাস করে সব দিয়েছিলাম । কিন্তু কেউ আমাকে বিয়ে করেনি । এবার আর তোমার বেলায় সেই ভুল করিনি ।
কার্টেসি - ব্লগার অর্ধমৃত সাকিব
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০
আল মাহফুজ এভিন বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
চলন বিল বলেছেন: ভালো ছিল
আমার গার্লফ্রেন্ডটাও ২ দিন আগে ভেগে গেল, কষ্টে আছি