নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ খান

ভালোবাসি বন্ধু হতে, ভালোবাসি কবিতা লিখতে ও পড়তে। দ্রষ্টব্য: ------- আমার সমস্ত কবিতা ও লেখা, যেগুলো এই ব্লগে পোষ্ট করেছি, সেগুলোর সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ব্যতীত এগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

মাহফুজ খান › বিস্তারিত পোস্টঃ

তার সাথে কথা হলো সেদিন

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

তার সাথে কথা হলো সেদিন

-মাহফুজ খান



আঠারো বছর পর

হঠাৎ সেদিন, তার সাথে কথা হলো।

সময় কতই না দ্রুত বয়ে যায়?

সে কিছুটা বিনয়ী এবং অনুরাগী ছিল

বলল, এতদিন কোথায় ছিলে?

কেমন আছ তুমি? নাকি আগের মতই আছ?

'বেশ বদলে গিয়েছি এই আমি'- বললাম তাকে।

কত কথা? কত স্মৃতির স্মরণ কথা?

সব মিলিয়ে আমরা বেশ আবেগী ছিলাম কথকোপথনে।

শুনলাম তার সব কথা,

শোনালাম আমারও সব কথা।

জানলাম সে আমার জন্য অপেক্ষায় ছিল,

জানালাম তাকে, আমিও তার অপেক্ষায় ছিলাম।

হিসেবের গরমিলের অংক নিয়ে ব্যস্ত থাকলাম বেশ কিছুক্ষণ

অবশেষে মীমাংষার দ্বার প্রান্তে আসতে হলো দু'জনকে,

কারন এটা এখন দু'জনের জন্যই মঙ্গল জনক।

ভালবাসা শুধু কাছেই টানে না,

ভালবাসা অনেক দূরেও সরিয়ে দেয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯

ফুরব বলেছেন: ভালবাসা শুধু কাছেই টানে না,
ভালবাসা অনেক দূরেও সরিয়ে দেয়

হায়রে অসহায় ভালবাসা :P :P

২| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মাহফুজ খান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.