![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের গল্প
-মাহফুজ খান
(১)
দেখতে দেখতে জাপানে প্রায় তিন বছর হতে চলল। এর মধ্যে মোট ৬টি ঈদ চলে গেল। একটি মাত্র ঈদ দেশে গিয়ে পরিবারের সাথে করতে পেরেছি। বাকি পাঁচটি ঈদ জাপানে একাকী বা দুই-তিন জনের সাথে করতে হয়েছে। কারন জাপানে ঈদের ছুটি নেই। ঈদের দিনগুলোতে মন খারাপ করে অফিস করতে হয়। যারা আমরা প্রবাসী, তারা এই দিনগুলিকে কতটা আনন্দের সাথে পালন করেন তা আমি আমার মনের অবস্হা দিয়ে কিছুটা হলেও অনুধাবন করতে পারছি।মনটা আমার আজ জন্মভূমিতে পড়ে আছে।
(২)
বাসায় মা এবং ভাই-বোনদের সাথে কথা হলো। গরু কেনা হয়ে গেছে। তারা খুবই আনন্দিত। কিন্তু আমি আনন্দিত হতে পারিনি। কারন আমার স্ত্রী ও পুত্র এখনো বাড়ি যেতে পারেনি। ট্রেনের টিকেট পাচ্ছে না। আদও যেতে পারবে কিনা জানি না। যদি টিকেট না পায় তাহলে হয়তো ঢাকাতেই তাদেরকে একাকী ঈদ করতে হবে। ছেলেটির মন খুবই খারাপ। সে এবার দাদী বাড়িতে ঈদ করবে। গরু দেখবে। আতস বাজি ফুটাবে। প্রতিদিন কত আনন্দের কথা সে আমাকে শোনায় ঈদকে ঘিরে। কিন্তু এখনো ঢাকাতে তার অলস সময় কাটাতে হচ্ছে বলে আজ আমার মনটা ভীষণ ভারাক্রান্ত। আজ সত্যিই আমার মন ভীষণ খারাপ।
(৩)
ভেবেছিলাম কিছুই লিখবো না। তার পরও কিছু একটা না লিখলে ভাল লাগে না। ঈদ খুশীতে ভরে উঠুক সবার প্রবাস জীবন। সবাইকে ঈদ মুবারক।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
মাহফুজ খান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আর করবেন!
নিয়তি সত্যিই অদ্ভুত লাগে মাঝে মাঝে!!!!!
সব কষ্টের শেষ হোক।
ঈদ খুশীতে ভরে উঠুক সবার প্রবাস জীবন। সবাইকে ঈদ মুবারক।