নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ খান

ভালোবাসি বন্ধু হতে, ভালোবাসি কবিতা লিখতে ও পড়তে। দ্রষ্টব্য: ------- আমার সমস্ত কবিতা ও লেখা, যেগুলো এই ব্লগে পোষ্ট করেছি, সেগুলোর সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ব্যতীত এগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

মাহফুজ খান › বিস্তারিত পোস্টঃ

জাপানে ইসলামের বিস্তার

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

জাপানে ইসলামের বিস্তার

-মাহফুজ খান

জাপানে আমাদের কর্মক্ষেত্রের পাশেই একটি বিশ্ববিদ্যালয় আছে। সেখানে বাংলাদেশ, ভারত সহ অনেক বিদেশী ছাত্র-ছাত্রীরা পড়ালেখা করছে। তাদের মধ্যে যারা মুসলিম তারা তাদের একটি ছাত্রাবাসে জুম্মার নামজ পড়ার ব্যবস্হা করেছে। বিগত তিন বছর থেকে মাঝে মাঝে সেখানে নামাজ পড়তে যাই। গত ১৩ ডিসেম্বর, শুক্রবারে গিয়েছিলাম জুম্মার নামজ পড়তে। একজন ভদ্রলোক আমাকে ছালাম দিলেন। আমি তাঁর ছালামের উত্তর দিলাম। ভারতীয় একজন ইমামের দায়িত্ব পালন করছিলেন। তিনি খুব সুন্দরভাবে ইসলামিক আলোচনা করছিলেন তার খুতবায়। আমরা খুতবা শুনছিলাম। হঠাৎ সেই ভদ্রলোকটির উপর চোখ পড়ে যায়। দেখলাম ভদ্রলোকটি খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলেন। তার চোখ দুটি বেশ ভেজা ভেজা লাগছিল। নামায শেষে আবার তাঁর সাথে লিফটে দেখা হয়ে গেল। তিনি হাত বাড়িয়ে পরিচিত হলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কোন দেশ থেকে এসেছেন? উত্তরে তিনি বললেন, ‘ জাপান’। আমি তো কিংকর্তব্যবিমূঢ়। তার মানে আপনি জাপানিজ। উত্তরে তিনি হেসে বললেন, ‘হ্যা’। আমি শ্রদ্ধ্যায় তার প্রতি কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এবং মন থেকে একাকী বলে উঠলাম, ‘আল্লাহ আপনার মঙ্গল করুন’।

যদিও অধিকাংশ জাপানিরা খুব একটা ধর্ম-কর্ম করে না। তার পরও একথা বলতে দ্বিধা নেই যে, জাপানের মতো ধর্মীয় সহাবস্থান ও শান্তি আর কোনো দেশে সম্ভবত নেই। এদেশে যে কেউ যে কোন ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। কেউ কাউকে ধর্মীয় ব্যাপারে কোন বাধা প্রদান করে না। অন্যান্য ধর্মাবলম্বী জাপানিদের মতো জাপানি মুসলমানরাও এখানে এখন দেখা যাচ্ছে। বেশ কয়েকটি মসজিদও তৈরি হয়েছে এবং সেখানে এখন নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।সুতরাং একথা এখন খুব গর্ব করে বলা যায় যে, জাপান হচ্ছে অপূর্ব এক ধর্মীয় বৈচিত্র্যের দেশ, সেই বৈচিত্র্যের মধ্যে ইসলাম ধর্মও কম উজ্জ্বল নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

জনাব মাহাবুব বলেছেন: জাপান হচ্ছে অপূর্ব এক ধর্মীয় বৈচিত্র্যের দেশ, সেই বৈচিত্র্যের মধ্যে ইসলাম ধর্মও কম উজ্জ্বল নয়।


++++++++++++++++++++

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মাহফুজ খান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.