![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় অতিথি
-মাহফুজ খান
এক রাতে দরজায় কড়া
নাড়ার শব্দে
জেগে উঠলাম।
কে হতে পারে?
দরজা খুলতেই উল্লাসিত হলাম,
অতিথিটি অচেনা নয়, খুব চেনা।
স্বাগত জানালাম প্রিয় অতিথিকে,
আমার জন্য সে এসেছে নিবৃত্তি হয়ে।
আনন্দ-বাতাসে আমার ঘর পরিপূর্ণ,
তুমি কি জান, সে অতিথিটি কে?
হ্যাঁ, এই সে রমজান মাস-
যা ক্ষমা এবং রহমতের।
©somewhere in net ltd.