নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ খান

ভালোবাসি বন্ধু হতে, ভালোবাসি কবিতা লিখতে ও পড়তে। দ্রষ্টব্য: ------- আমার সমস্ত কবিতা ও লেখা, যেগুলো এই ব্লগে পোষ্ট করেছি, সেগুলোর সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ব্যতীত এগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

মাহফুজ খান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বাবা

২১ শে জুন, ২০১৫ সকাল ১০:৫১

প্রিয় বাবা
-মাহফুজ খান

অতীব নিরাপদ জীবন যাত্রায়
আপনি ছিলেন নির্ভীক পরিচালক,
যা আজও আমাদের প্রেরণা দেয়।
আপনার ধৈর্য ও সহনশীলতা ছিল
হিমালয়ের মত শীতল ও শান্ত।
ছেলেবেলার কত অবাধ্যতাকে সহ্য করে
আদর দিয়েছেন আপনি উজাড় করে।
বটবৃক্ষতুল্য আপানার পিতৃস্নেহ ছায়ায়
বড্ড শীতল ছিল আমাদের প্রাণ।
উচ্চতর শিক্ষালাভের স্বপ্ন নিয়ে
যখন দ্বিধাজড়িত প্রস্তাব রাখলাম,
আপনি আমাকে নিরাশ করেন নি।
পাঁচ ভাই-বোনের বড় সংসারের
সবার চাহিদা মেটাতে
আপনার কষ্টার্জিত স্বল্প আয়কে
আমরা হিমশিম খেতে দেখিছি,
তবুও আপনি বিচলিত হননি।
আপনি মিষ্টি হেসে মা’কে বলতেন
একদিন স্বপ্নের দিন আসবে
সুখ-শান্তি ভরে উঠবে আমাদের ঘর।
আপানার অম্লান সেই পবিত্র হাসি খানা
আজও আমাদের হৃদয়কে শান্ত রাখে।
কত ঈদ পার করেছি
কত নতুন নতুন রঙিন পোশকে
কিন্তু আপনাকে নতুন পোশাক পড়তে দেখেনি
পরিবর্তে আপনি আমাদের
নতুন বই-খাতা কিনে দিতেন
সেই সব স্মৃতিগুলো
আজও আমার কাছে অমূল্য হয়ে আছে
এবং থাকবেও তা আজীবন।
আমাদের পড়াশোনা শেষ না হতেই যখন আপনি
এই পৃথিবী থেকে চলে গেলেন হঠাৎ করে,
সামনে চলার পথগুলো তখন বড্ড অনিরাপদ ছিল।
কিন্তু আমরা মূহুর্তের জন্যেও থমকে যাইনি
আপনার আদর্শ ও উপদেশ ছিল আমাদের জীবনী শক্তি। আপনার স্বপ্নগুলোকে বাস্তবিক করতে
আমরা ছিলাম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আজ আমরা সবাই প্রতিষ্ঠিত,
শুধু আপনার উপস্থিতি নেই।
আপনার জন্যই আজ আমি
পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে বাস করি,
শুধু সেখানে নেই আপানার সেই স্পর্শ খানি,
এ যেন এক সীমানাহীন অপূর্ণতা।
সৃষ্টিকর্তার নিকট শুধু একটিই প্রার্থনা-
অনাবিল প্রশান্তিতে ভরে উঠুক আপনার পরকাল।
ধন্যবাদ, শ্রদ্ধেয় প্রিয় বাবা,
আমাকে জন্ম দেয়ার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: মাহফুজ খান ,




আপনার এই সত্যিকারের অনুভূতিকে সম্মান জানিয়ে বলি - বাবা-মায়েরা চিরকালই বাবা-মা থাকেন ।

আপনার বক্তব্যের সাথে এটুকু যোগ করতে চাই --------

কোনও একদিন তুমি বুঝবে, আমাদের শত ভ্রান্তি সত্বেও
আমরা কেবল তোমার মঙ্গলাকাঙ্খা করে এসেছি ।
শত অক্ষমতা সত্বেও আমাদের সামর্থ্যের সর্ব্বোচ্যটুকু ব্যয় করেছি
তোমাকে আগলে রাখতে , তোমাকে যোগ্য করে তুলতে .....

এই বেলা শেষের দিনগুলোতে তোমার কাছে এই অক্ষম আমরা আছি বলে
তোমার দুঃখ করার কিছু নেই , লজ্জিত হওয়ার ও কিছু নেই ।
কেবল বুঝতে চেষ্টা করো, আমরা কিভাবে তোমাকে আগলে রেখেছি সকল বিপদ আর ঝঞ্ঝা থেকে, তোমার শৈশব আর কৈশোরে ।

শুধু এটুকুর প্রশংসা করতে চেষ্টা কোরো যে ,
যে বয়সের পথ আমরা পেড়িয়ে এসেছি
তা “জীবন-যাপন” নয় ।
কেবল বেঁচে থাকা – শুধুই তোমার জন্যে !

কোনও একদিন তুমি বুঝবে, আমাদের শত ভ্রান্তি সত্বেও
আমরা কেবল তোমার মঙ্গলাকাঙ্খা করে এসেছি ।
শত অক্ষমতা সত্বেও আমাদের সামর্থ্যের সর্ব্বোচ্যটুকু ব্যয় করেছি
তোমাকে আগলে রাখতে , তোমাকে যোগ্য করে তুলতে .....

এই বেলা শেষের দিনগুলোতে তোমার কাছে এই অক্ষম আমরা আছি বলে
তোমার দুঃখ করার কিছু নেই , লজ্জিত হওয়ার ও কিছু নেই ।
কেবল বুঝতে চেষ্টা করো, আমরা কিভাবে তোমাকে আগলে রেখেছি সকল বিপদ আর ঝঞ্ঝা থেকে, তোমার শৈশব আর কৈশোরে ।

শুধু এটুকুর প্রশংসা করতে চেষ্টা কোরো যে ,
যে বয়সের পথ আমরা পেড়িয়ে এসেছি
তা “জীবন-যাপন” নয় ।
কেবল বেঁচে থাকা – শুধুই তোমার জন্যে !

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

মাহফুজ খান বলেছেন: Thank you.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.