![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিভেজা দিনে মাথায় হাফ লিটারের মত পানিসহ চুল নিয়া ভবঘুরে হইয়া ঘুরিতেছে । অন্যদিকে পুরোপুরি রসহীন রসায়ন ক্লাস চলিতেছে । ক্লাস করিব না করিব না ভাবিতে ভাবিতে উপযুক্ত সমর্থনের অভাবে বিল পাস করিতে না পারার মত বাধ্য হইয়া ক্লাসে ঢুকিলাম । শিক্ষক মহাশয়ের দিব্যচক্ষু আড়াল করিয়া এক কানে এয়ারফোন গুজিয়া নিশ্চিন্ত মনে টেইলর সুইফটের আর্তনাদ শুনিতেছি , হঠাৎ অন্যকর্ন দিয়া শুনিতে পাইলাম, শিক্ষকমহাশয় কয়েকটা বাস্তব গ্যাসের নাম জানিতে চাহিয়াছেন। কেউ কেউ অক্সিজেন ,নাইট্রোজেন নামক কঠিন কঠিন কিসব বলিতেছে । আমার অবচেতন মন নিজের অজান্তেই বলিয়া উঠিল , প এ আকার দ = যা হয় তা ।।। বলিয়া আমি লজ্জা পাইয়াছিলাম কি না স্বরন করিতে পারি না,তবে আমার আশেপাশের মুচকি হাসির তরঙ্গ স্রোত ধাক্কা খাইয়া শিক্ষক মহাশয় কিঞ্চিত লজ্জা পাইয়াছিলেন বলিয়া বোধহইয়া ছিল । অন্তত চশমার আড়ালে উনার চক্ষুর রেটিনার ব্যাসার্ধের পরিবর্তন দেখিয়া আমার তাহাই মনে হইয়াছে । অতঃপর বোধ হইল আমার উদাহরন যথার্তই হইয়াছে ।
বিঃদ্রঃ গুরুচন্ডালী ত্রুটিগুলোর জন্য দুঃখিত ।
©somewhere in net ltd.