![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বরাবরই একজন আশাবাদী মানুষ , হতাশা সহজে আমাকে স্পর্শ করে না । এই ছোট্ট জীবনটা খুব আনন্দে কাটাতে চাই ।মানুষের জয় হোক,বেঁচে থাকুক চির অম্লান ভালোবাসা ।
মহিলা অঝোরে কাঁদছেন। তিনি একজন মমতাময়ী মা, এই মুহূর্তে তাঁর অসহায় আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। সর্বনাশা পদ্মার লঞ্চডুবিতে হারিয়েছেন তাঁর দুই ছেলেকে। এক নির্বোধ সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি কি ক্ষতিপূরণ চান? মা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। এই অসীম বেদনার কি ক্ষতিপূরণ আছে কেবল আর্তনাদ ছাড়া।
এভাবেই প্রাণঘাতী পদ্মায় প্রতিনিয়ত মানুষ মরছে। হাজারো পরিবারের চিরদিনকার কান্না বাড়ছে। একটি পদ্মা সেতুর জন্য কোটি মানুষের সে কি অন্তহীন হাহাকার! আর আমাদের মন্ত্রী মহোদয়গণ সংসদে বসে তর্ক করছেন, পদ্মা সেতুর কি নাম হবে? বঙ্গবন্ধু সেতু নাকি আরো চমৎকার কোন নাম! জনগণের সাথে, সেই ছেলেহারা দুঃখিনী মায়ের সাথে কি নির্মম কৌতুক?
হায় পদ্মা সেতু! তুমি কত মায়ের বুক খালি করে নির্মিত হবে?
কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে
©somewhere in net ltd.