![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বরাবরই একজন আশাবাদী মানুষ , হতাশা সহজে আমাকে স্পর্শ করে না । এই ছোট্ট জীবনটা খুব আনন্দে কাটাতে চাই ।মানুষের জয় হোক,বেঁচে থাকুক চির অম্লান ভালোবাসা ।
আব্বা একদিন বিকেলে বাসার জন্য কলিং বেল কিনে আনলেন, তখন আমরা খুব ছোট। বেলের টুংটাং শব্দের প্রেমে পড়ে গেলাম। যেদিন ডোরবেল লাগানো হলো সেদিন আমার আর ছোট ভাইয়ের সেকি উৎকণ্ঠা! প্রথম বাসায় কে ঢুকবে আর বাজাবে? সারাদিন কেউ এলো না। সন্ধ্যার দিকে মামা এলেন। বেল বাজালেন না, এমনিতেই ঢুকে পড়লেন। আমরা খুব হতাশ হলাম। পরদিন আব্বা প্রথম কলিং বেল বাজালেন এবং জোরে চাপ দিয়ে পুড়িয়ে ফেললেন। সেদিনগুলোতে বিনা কারণেই বেল বাজিয়ে আনন্দ পেতাম। এখন বাসায় ঢুকতে আলসেমি করে বেলের দিকে তাকাইও না। ধুপধাপ ঢুকে পড়ি।
বাসায় একদিন সোফা এলো। আগের বেতের চেয়ারগুলো জায়গা হলো বারান্দায়। প্রথমবার সোফায় বসে নিদারুণ আনন্দ পেলাম। আম্মাকে বললাম, আমি আর খাটে ঘুমাবো না, এখন থেকে সোফায় ঘুমাবো। এটা নরম, শুতে আরাম লাগে। এখন সেই সোফা সো ফার। সোফা এখনও আছে কিন্তু ওরকম আয়েশ করে সোফায় বসতে ভুলে গেছি।
ছোটবেলায় দোকান থেকে আইসক্রিম খেতাম আর একটা ফ্রিজের জন্য হাহাকার করতাম। ভাবতাম, ঘরে একটা ফ্রিজ থাকলে প্রতিদিন আইসক্রিম বানিয়ে খাব। কয়েকদিনের মধ্যেই ফ্রিজ এলো। কঠিন শীতের মধ্যে কিছুদিন আইসক্রিম নামের অখাদ্য বানিয়ে খেলাম। কিন্তু এখন গরমের সময়ও বিনা কারণে ফ্রিজ খোলা হয় না।
আসলে জীবনের আনন্দ অপ্রাপ্তিতে। ছোট ছোট স্বপ্নগুলো সত্যি হলেই ফুরিয়ে যায়। স্বপ্ন দেখার অসাধারণ আনন্দটাই মাটি হয়ে যায়।
প্রিয় জীবন, তুমি আরো অধরা হও।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
মাহফুজ তানজিল বলেছেন: ঠিক বলেছেন। মানুষের শৈশবে যে পরিমাণ সুখস্মৃতি থাকে -তা মনে করেই একজীবন আনন্দে কাটিয়ে দেয়া যায়।
ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
এনামুল রেজা বলেছেন: প্রিয় জীবন, তুমি আরো অধরা হও..
ভালো লাগলো লেখাটা। ++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
মাহফুজ তানজিল বলেছেন: থ্যাঙ্কস আপনাকে পড়বার জন্য।
ভালো থাকবেন, শুভ কামনা রইলো।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১
আজমান আন্দালিব বলেছেন: আসলে জীবনের আনন্দ অপ্রাপ্তিতে। ছোট ছোট স্বপ্নগুলো সত্যি হলেই ফুরিয়ে যায়। স্বপ্ন দেখার অসাধারণ আনন্দটাই মাটি হয়ে যায়।
প্রিয় জীবন, তুমি আরো অধরা হও।
ভালো বলেছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫১
মাহফুজ তানজিল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটি পড়ে নস্টালজিক হয়ে গেলাম
এমন অনেক স্মৃতি আমারও আছে।
আর এখন !!!
সত্যিই ভাবি সেদিনগুলো কত আনন্দের ছিল!
সুন্দর পোষ্ট--প্রথম ভাললাগা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৩
মাহফুজ তানজিল বলেছেন: সত্যিই সেদিনগুলো অনেক আনন্দের ছিলো।
অনেক শুভ কামনা।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬
এহসান সাবির বলেছেন: বেশ তো.......!
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
শায়মা বলেছেন: আসলে জীবনের আনন্দ অপ্রাপ্তিতে। ছোট ছোট স্বপ্নগুলো সত্যি হলেই ফুরিয়ে যায়। স্বপ্ন দেখার অসাধারণ আনন্দটাই মাটি হয়ে যায়।

প্রিয় জীবন, তুমি আরো অধরা হও।
ছোটবেলারা এমনই!