নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবগুরে, বিদ্রোহী। ভালোবাসি অবহেলিত, শ্রমজীবী মানুষকে

বিদ্রোহী চাষী

ভবগুরে, বিদ্রোহী। ভালোবাসি অবহেলিত, শ্রমজীবী মানুষকে

বিদ্রোহী চাষী › বিস্তারিত পোস্টঃ

মিথ্যাবাদী ছেলে

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

বাবা ছেলের সঙ্গে দেখা করতে
তার হোস্টেলে গেল...
সেখানে ছেলের সাথে একটা
সুন্দরী
মেয়েও ছিল... !
বাবাঃ তোর সাথে এই মেয়েটা
কে....??
ছেলেঃ বাবা, ও আমার পাশের রুমে থাকে....
বাবাঃ কিন্তু......
ছেলেঃ তুমি যা ভাবছো, তা নয়
বাবা।
আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক
নেই....
আমরা দুজনে আলাদা ঘরে আলাদা
আলাদা থাকি.....!
আমরা দুজনে খুব ভালো বন্ধু মাত্র....।।
বাবাঃ ঠিক আছে....বুঝেছি...।।
পরের দিন
বাবা বাড়ি ফিরে গেল.....
এক সপ্তাহ পর......
মেয়েঃ শুনছো, গত রবিবার তোমার
বাবা'কে যে প্লেটে খেতে
দিয়েছিলাম....
সেটা খুঁজে পাচ্ছি না....।। আমার
মনে হচ্ছে, তোমার বাবা ই ওটা চুরি
করেছে.....
ছেলেঃ মুখ সামলে কথা বলো, কি
যা তা বলছো....??
মেয়েঃ তুমি একবার ওনাকে
জিজ্ঞাসা
করে তো দেখতে পারো.... জানতে
তো
বাধা নেই....!!
ছেলেঃ ঠিক আছে.....
ছেলে বাবাকে ইমেল করল----
পূজনীয় বাবা,
আমি এটা বলছি না যে, প্লেট'টা
তুমি ই চুরি করেছো...... আবার আমি
এটাও বলছি না যে, প্লেট'টা তুমি
চুরি করো নি....!
তুমি যদি ভুল করে প্লেট টা নিয়ে
যাও,
তাহলে ওটা ফেরত দিয়ে যেও....
কারন, ওটা ওই মেয়েটার প্লেট....!!
------------------
তোমার
ছেলে-----

বাবা একঘন্টা পর রিপ্লাই দিল-----
স্নেহের খোকা,
আমি এটা বলছি না যে, তুমি একই
ঘরে
ওই মেয়েটার সাথে থাকো....!
আবার আমি এটাও বলছি না যে, তুমি
একই ঘরে ওই মেয়েটির সাথে
থাকো না......
এই পুরো সপ্তাহ'তে মেয়েটি যদি
তার নিজের ঘরে একবারের জন্যেও
শুতে যেত,
তাহলে......








সে তার প্লেট'টি নিজের
বালিশের তলায় ঠিক দেখতে
পেত.....
যেটা আমি লুকিয়ে রেখে
এসেছি..!
ইতি
------------------- তোর বাবা।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

অবনি মণি বলেছেন: বাবা একঘন্টা পর রিপ্লাই দিল-----
স্নেহের খোকা,
আমি এটা বলছি না যে, তুমি একই
ঘরে
ওই মেয়েটার সাথে থাকো....!
আবার আমি এটাও বলছি না যে, তুমি
একই ঘরে ওই মেয়েটির সাথে
থাকো না......
এই পুরো সপ্তাহ'তে মেয়েটি যদি
তার নিজের ঘরে একবারের জন্যেও
শুতে যেত,
তাহলে......








সে তার প্লেট'টি নিজের
বালিশের তলায় ঠিক দেখতে
পেত.....
যেটা আমি লুকিয়ে রেখে
এসেছি..!
ইতি
------------------- তোর বাবা।
অসাধারন !

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

বিদ্রোহী চাষী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
কঠিন ধরা !

দারুণ লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

বিদ্রোহী চাষী বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

রাজু বলেছেন: নাইচ ব্রেদ্রার

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩

বিদ্রোহী চাষী বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩

মহা সমন্বয় বলেছেন: হা হা হা.. এই না হলে কি আর বাবা হওয়া যায়!!! :D

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২

বিদ্রোহী চাষী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.